Class 1 Bangla Final Exam Suggestion 2025

The Class 1 Final Examination is a pivotal milestone in a child’s educational journey, particularly for the Bangla language, which serves as the foundational pillar of literacy in Bangladesh. A Class 1 Bangla Final Exam Suggestion 2025 is not merely a list of questions; it’s a strategic roadmap designed to reinforce core skills learned throughout the year, ensuring the young learner is confident, prepared, and free from undue stress. 

This suggestion focuses on essential competencies rather than overwhelming the child with excessive content. Besides, we will present here a comprehensive guide detailing the key areas of focus, preparation methodologies, and expected assessment patterns for the Class 1 final exam.

Read more: ১ম শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন – ২০২৫

Class 1 Bangla Final Exam Suggestion

At this age, children are just beginning to understand what it means to study. They cannot decide on their own what to focus on or which topics are important. A suggestion works as a structured guide that tells them exactly what they should practice before the exam. That’s why we made this suggestion. Hopefully, the students will be prepared properly following this suggestion of Bangla. 

Bangla

১। কবিতার ও কবির নামসহ ‘আমার বাড়ি/ ভোর হলো/ ছুটি কবিতার প্রথম ৮ লাইন লেখ।

২। সাত দিনের নাম লেখো। কোন দিনে কী কাজ কর তা লেখ।

৩। নিচের সংক্ষেপ প্রশ্নের উত্তর দাও। 

ক) কাকলাস কোথায় উঠতে যায়?

খ) পান তুললে কী চলে?

গ) ছোটরা পিপীলিকা কেনো ধরতে যায়?

ঘ) আমাদের জাতীয় পাখির নাম কী?

ঙ) শহিদ কারা?

চ) ফুলের মালা গলায় দিয়ে মেয়েরা কোথায় যেতে চায়?

ছ) কখন আম কুড়াতে সুখ?

জ) সপ্তাহের সাত দিনে তুমি কি কাজ কর?

ঝ) ছুটির দিনগুলোতে তুমি কি কি কাজ করতে পছন্দ কর?

ঞ) কে ছোটো—পিঁপড়া না পায়রা?

ট) কে বড়ো—পিঁপড়া না পায়রা?

ঠ) পিঁপড়া কেমন করে বাঁচতে পারলো?

ড) পায়রা কেমন করে বাঁচতে পারলো?

ঢ) ঝড়ের দিনে কী হয়?

ণ) শীতে গরম কাপড় পরতে হয় কেন?

ত) আমাদের জাতীয় পাখি কোনটি?

থ) আমাদের দেশকে কেন ভালো লাগে?

দ) আমাদের জাতীয় মাছ কোনটি?

ধ) ইলিশ কোথায় থাকে?

ন) ইলিশকে কী বলা হয়?

প) মুক্তিযোদ্ধারা কয় মাস ধরে যুদ্ধ করেছেন?

ফ) আমাদের জাতীয় দিবস কোনটি?

ব) আমাদের বিজয় দিবস কোনটি?

৪। নিচের যেকোনো দুটি শব্দের অর্থ লেখ। 

ধার, পিপীলিকা, মৌমাছি, ডালা, লাঠি, পথ

৫। নিচের যেকোনো দুটি শব্দ দিয়ে বাক্য গঠন কর। 

পিপীলিকা, পায়ের, স্বপ্ন, কাজ, বাস, কাক, ঝি

৬। নিচের ধাঁধার সঠিক উত্তর লেখ। 

ধান, ফুল, গান, বোধ, দূর
ক) পাহাড়ি _________ গায়।
খ) _________ উড়ে যায়।
গ) _________ ওঠবে।
ঘ) হাত-নম্র _________ নিলাম।
ঙ) তারকার _________ বাণ।

৭। সঠিক উত্তরটি নির্বাচন কর।

ক) বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল কত সালে?
 ক) ১৯৪৭ সালে  খ) ১৯৭২ সালে  গ) ১৯৭০ সালে  ঘ) ১৯৭১ সালে

খ) পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বাংলাদেশি মিছিলটি কখন হয়?
 ক) ২৩ শে মার্চ  খ) ২৫ শে মার্চ  গ) ২৬ শে মার্চ  ঘ) ২১ শে মার্চ

গ) বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে?
 ক) ১৬ই ডিসেম্বর  খ) ২৬শে মার্চ  গ) ২৫শে মার্চ  ঘ) ৩২ই ডিসেম্বর

ঘ) বাংলাদেশে কয় খণ্ডুু?
 ক) ছয় খণ্ড  খ) তিন খণ্ড  গ) পাঁচ খণ্ড  ঘ) বারো খণ্ড

৮। আপনার দেশ সম্পর্কে দুটি বাক্য লেখ। 

৯। শূন্যস্থান পূরণ করঃ 

ক) জলে ভাসে —-।

খ) মেঘের কোলে —– হেসেছে।

গ) পথ হারিয়ে কোন —– নেই।

ঘ) আমাদের দেশের নাম —–।

ঙ) এ দেশের আকাশ —–।

চ) খালের পানিতে ভেসে বেড়ায় —–।

ছ) আমাদের জাতীয় পাখির নাম —–।

জ) লাল —– সবুজ

ঝ) নীল —– সাদা

ঞ) হলুদ —– কালো —–।

ট) হাঁস —– করে ডাকে।

ঠ) পায়রা ডাকে —–।

ড) —– মাসে বৃষ্টি হয়।

ঢ) শরৎকালে —– ফুল ফোটে।

ণ) —– মানে রাস্তা।

ত) খেজুর গাছে —– হাঁড়ি।

থ) —– ওঠে লাঠি বেয়ে।

১০। বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করো। 

বাম পাশ ডান পাশ
ক) পাহাড়ি ডাকাডাকি করে
খ) রোদ সেঁতে দিলেন
গ) গান গায় আর সোনসোল করে
ঘ) মা মুছি গান গায়
ঙ) পড়া শেষ হলে উঠছে

১১। এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো।
ক) ছ/হ/ঠ/হ  খ) রশিখা  গ) যধাক  ঘ) রাজভা  ঙ) প্রথম

We have given some questions here in the form of suggestions. Little goldsmiths will not be able to read very long suggestions. This is our effort for them. We want the tender students to prepare the best in Bengali easily and in a short time. Moreover, the students of class 1 will not be able to study with much pressure. So such a suggestion will be quite helpful for them. At the same time, it will also reduce the pressure on the parents.

Class 1 Bangla Final Exam Suggestion PDF Download

We have recently created a complete suggestion PDF for Class 1 Bangla subject. It is designed to help students prepare for the exam. The main purpose of our PDF is to make it easier for students to study, clarify which topics are more important in the exam, and increase the confidence of students.

Download Suggestion PDF

Our Class 1 Bangla Final Exam Suggestion PDF is an educational and practical tool that will play an important role in the preparation of students for the final exams. It is helpful for both students and parents and is effective in ensuring success in the first class Bangla subject exams.

Why Is Our Suggestion So Useful for Class 1 Students?

Children are usually afraid of formal exams. This suggestion gives an idea of ​​the actual structure of the exam and the type of questions. As a result, children know in advance what kind of questions they will face, which instills confidence in them and reduces the fear of exams.

Many parents do not know the exact standards to which their children should prepare. This suggestion serves as a clear roadmap for parents, ensuring that they are preparing their children as per the National Curriculum objectives.

It provides an opportunity to effectively revise the entire syllabus in a limited time. This also ensures that children get adequate rest and play opportunities, which are essential for their healthy mental development.

Conclusion

This specific guideline for the preparation of the first class Bangla annual exam will lay a solid foundation for your child’s success. This Class 1 Bangla Final Exam Suggestion 2025 will help you avoid unnecessary stress and ensure a well and goal-oriented preparation. We hope that by practicing these effective guidelines, your child will participate in the annual exams with confidence and joy and successfully pass this important stage of their educational life.