১ম শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন – ২০২৫ (PDF ডাউনলোড)
১ম শ্রেণির শিক্ষার্থীরা শিখনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে থাকে। এই বয়সে শেখার ভিত্তি শক্ত না হলে পরবর্তী শ্রেণিগুলোর বিষয় গুলো আয়ত্ত করা কঠিন হয়। অনেক সময় অভিভাবকরা বুঝতে পারেন না কোন অংশ বেশি গুরুত্বপূর্ণ বা কোনটি বেশি অনুশীলন করা দরকার। আমরা আজ ১ম শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশনেটি তুলে ধরবো। একজন অভিভাবক হিসেবে এই সাজেশনটি আপনার বাচ্চার জন্য যথেষ্ট হবে বলে আমাদের বিশ্বাস।
আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে, আপনার সোনামণিদের জন্য প্রথম শ্রেণির বার্ষিক পরীক্ষার একটি সুচিন্তিত ও সুসংগঠিত সাজেশন আমরা তৈরি করেছি। এই সাজেশনটি বিভিন্ন স্বনামধন্য বিদ্যালয়ের প্রশ্নকাঠামো গভীরভাবে বিশ্লেষণ করে প্রস্তুত করা হয়েছে।
আরও পড়ুনঃ ১ম শ্রেণির ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৬ ও নমুনা প্রশ্ন
১ম শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন
প্রথম শ্রেণির পরীক্ষা শিশুদের জন্য একটি বড় মানসিক চাপ হতে পারে। আমাদের সাজেশনটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে আপনার সন্তান কম সময়ে এবং খেলাচ্ছলে মূল বিষয়গুলো রিভিশন দিতে পারে। আমাদের সাজেশনটি বর্ণমালা জ্ঞান, সহজ বানান, সংখ্যা গণনা, সহজ যোগ-বিয়োগের মতো ভিত্তিগত বিষয়গুলো পুনর্বিবেচনা করতে সাহায্য করবে। নিচে আমরা বাংলা, ইংরেজি ও গণিতের একটি সুসংগঠিত সাজেশন দিচ্ছি।
বাংলা
১। কবিতার ও কবির নামসহ ‘আমার বাড়ি/ ভোর হলো/ ছুটি কবিতার প্রথম ৮ লাইন লেখ।
২। সাত দিনের নাম লেখো। কোন দিনে কী কাজ কর তা লেখ।
৩। নিচের সংক্ষেপ প্রশ্নের উত্তর দাও।
ক) কাকলাস কোথায় উঠতে যায়?
খ) পান তুললে কী চলে?
গ) ছোটরা পিপীলিকা কেনো ধরতে যায়?
ঘ) আমাদের জাতীয় পাখির নাম কী?
ঙ) শহিদ কারা?
চ) ফুলের মালা গলায় দিয়ে মেয়েরা কোথায় যেতে চায়?
ছ) কখন আম কুড়াতে সুখ?
জ) সপ্তাহের সাত দিনে তুমি কি কাজ কর?
ঝ) ছুটির দিনগুলোতে তুমি কি কি কাজ করতে পছন্দ কর?
ঞ) কে ছোটো—পিঁপড়া না পায়রা?
ট) কে বড়ো—পিঁপড়া না পায়রা?
ঠ) পিঁপড়া কেমন করে বাঁচতে পারলো?
ড) পায়রা কেমন করে বাঁচতে পারলো?
ঢ) ঝড়ের দিনে কী হয়?
ণ) শীতে গরম কাপড় পরতে হয় কেন?
ত) আমাদের জাতীয় পাখি কোনটি?
থ) আমাদের দেশকে কেন ভালো লাগে?
দ) আমাদের জাতীয় মাছ কোনটি?
ধ) ইলিশ কোথায় থাকে?
ন) ইলিশকে কী বলা হয়?
প) মুক্তিযোদ্ধারা কয় মাস ধরে যুদ্ধ করেছেন?
ফ) আমাদের জাতীয় দিবস কোনটি?
ব) আমাদের বিজয় দিবস কোনটি?
৪। নিচের যেকোনো দুটি শব্দের অর্থ লেখ।
ধার, পিপীলিকা, মৌমাছি, ডালা, লাঠি, পথ
৫। নিচের যেকোনো দুটি শব্দ দিয়ে বাক্য গঠন কর।
পিপীলিকা, পায়ের, স্বপ্ন, কাজ, বাস, কাক, ঝি
৬। নিচের ধাঁধার সঠিক উত্তর লেখ।
ধান, ফুল, গান, বোধ, দূর
ক) পাহাড়ি _________ গায়।
খ) _________ উড়ে যায়।
গ) _________ ওঠবে।
ঘ) হাত-নম্র _________ নিলাম।
ঙ) তারকার _________ বাণ।
৭। সঠিক উত্তরটি নির্বাচন কর।
ক) বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল কত সালে?
ক) ১৯৪৭ সালে খ) ১৯৭২ সালে গ) ১৯৭০ সালে ঘ) ১৯৭১ সালে
খ) পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বাংলাদেশি মিছিলটি কখন হয়?
ক) ২৩ শে মার্চ খ) ২৫ শে মার্চ গ) ২৬ শে মার্চ ঘ) ২১ শে মার্চ
গ) বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে?
ক) ১৬ই ডিসেম্বর খ) ২৬শে মার্চ গ) ২৫শে মার্চ ঘ) ৩২ই ডিসেম্বর
ঘ) বাংলাদেশে কয় খণ্ডুু?
ক) ছয় খণ্ড খ) তিন খণ্ড গ) পাঁচ খণ্ড ঘ) বারো খণ্ড
৮। আপনার দেশ সম্পর্কে দুটি বাক্য লেখ।
৯। শূন্যস্থান পূরণ করঃ
ক) জলে ভাসে —-।
খ) মেঘের কোলে —– হেসেছে।
গ) পথ হারিয়ে কোন —– নেই।
ঘ) আমাদের দেশের নাম —–।
ঙ) এ দেশের আকাশ —–।
চ) খালের পানিতে ভেসে বেড়ায় —–।
ছ) আমাদের জাতীয় পাখির নাম —–।
জ) লাল —– সবুজ
ঝ) নীল —– সাদা
ঞ) হলুদ —– কালো —–।
ট) হাঁস —– করে ডাকে।
ঠ) পায়রা ডাকে —–।
ড) —– মাসে বৃষ্টি হয়।
ঢ) শরৎকালে —– ফুল ফোটে।
ণ) —– মানে রাস্তা।
ত) খেজুর গাছে —– হাঁড়ি।
থ) —– ওঠে লাঠি বেয়ে।
১০। বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করো।
| বাম পাশ | ডান পাশ |
| ক) পাহাড়ি | ডাকাডাকি করে |
| খ) রোদ | সেঁতে দিলেন |
| গ) গান গায় আর | সোনসোল করে |
| ঘ) মা মুছি | গান গায় |
| ঙ) পড়া শেষ হলে | উঠছে |
১১। এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো।
ক) ছ/হ/ঠ/হ খ) রশিখা গ) যধাক ঘ) রাজভা ঙ) প্রথম
গনিত
১। শূন্যস্থান পূরণ করঃ
(ক) ৭ এর পর ৮, ৮ এর পর ___, ১০ এর পর ১১।
(খ) AB AB AB ___ BI
(গ) ১০ সংখ্যাটিতে ___ টি শূন্য আছে।
(ঘ) ৭০ এর পূর্বের সংখ্যা ___।
(ঙ) ৮ এর সাথে ১০ যোগ করলে ১৮ হয়।
(চ) ৪০ এর সাথে ___ যোগ করলে ৪১ হয়।
(ছ) দশকের ঘর থেকে ___ স্থান নির্দেশ।
(জ) ২০ – ২৫ = ____________!
(ঝ) ৭ টাকা ও ৩টি ___ টাকার নোট মিলে ৯ টাকা হয়।
(ঞ) ৯ + ১০ = ___
২। সংক্ষেপে উত্তর দাও।
(ক) ১০ সংখ্যাটিকে কথায় লিখ।
(খ) ৫ এর পর ৫ এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি?
(গ) ২০ – ৭ কত হয়?
(ঘ) ৫২ এর ৫২ সংখ্যাটি যোগফল কর।
(ঙ) ৮ + ১২ = কত?
(চ) ১০ + ২২ = কত?
(ছ) একটি ৫ টাকার নোট ও একটি ৫ টাকার নোট মিলে কত টাকা হয়?
(জ) দুটি ১০ টাকার নোট মিলে কত টাকা হয়?
(ঝ) ১৭ কে ২০ এর কাছাকাছি কর।
(ঞ) ৪৮, ৩৬, ৬৯, ৫৮ সংখ্যাগুলোকে কম থেকে বেশি ক্রমে সাজাও।
৩। দুটি বাট ও একটি বাল দিয়ে প্যাটার্ন তৈরি কর।
৪। জীবনের কাছে সাতোরোটী, সজলের কাছে উন্নপঞ্চাশটি ও মাসুদের কাছে পঞ্চাশ মার্বেল আছে। তাদের প্রত্যেকের মার্বেলের সংখ্যা লিখ।
৫। সুমনার কাছে ২৫ টাকা আছে এবং সাবিনার কাছে ২০ টাকা আছে। দুজনের কাছে কত টাকা আছে?
৬। রবিনের বাগানে একটি আম গাছ ও ত্রিশটি কলা গাছ আছে। তার বাগানে কলা গাছ বেশি আছে? কতটি বেশি আছে?
৭। দুটো ৫ টাকার নোট ও ১০ টাকার নোট মিলে কত টাকা হয়?
৮। একটি ঝুড়িতে ৭টি ফল ছিল। ২টি ফল নষ্ট হয়েছে। ঝুড়িতে কতটি ফল আছে?
ইংরেজি
- Write the meaning of the following words. (any ten)
Sun, Moon, Dog, Cat, Ball, Book, Pen, Tree, Boy, Girl, Water, Flower
- Write words for the following letters. (each for two)
B, D, F, H, K
- Write the Rhyme: Two Little Hands
- Write the missing letters to make words.
c_t b_k d_g t_e fl_w_r
s_n m_n p_n b_y g_l
- Write the names of the pictures.
- Re-arrange the letters to make meaningful words. (any five)
(a) tac (b) god (c) belat (d) rowlf
(e) rodc (f) paple (g) kmil (h) igrl
- Write the seven days of the week.
- Write capital or small letter:
a B c D e F g H i J k L
- Translate into Bangla:
(a) What is your name?
(b) My name is Mina.
(c) This is a pen.
(d) That is a cat.
(e) I love my country.
- Do English: (any 5)
কুকুর ফুল চাঁদ গাড়ি আপেল পাখি গাছ
আমরা এখানে কিছু অংশে বাড়তি কিছু প্রশ্নও দিয়েছি যাতে শিক্ষার্থীরা বেশি বেশি পড়তে পারে এবং প্রস্তুতি সবথেকে ভালো হয়। এই সাজেশনটি অনুসরণ করলে আপনার সন্তান পরীক্ষার আসল প্রশ্নকাঠামো সম্পর্কে পরিচিত হতে পারবে। এতে তারা পরীক্ষায় আত্মবিশ্বাসের সাথে অংশগ্রহণ করতে পারবে এবং কোন ধরনের প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হয়, সে সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবে।
আমরা জানি, অভিভাবক হিসেবে আপনাদের সময় খুবই মূল্যবান। এই সাজেশনটি ব্যবহার করে আপনারা জানবেন যে কোন কোন বিষয়ে জোর দিতে হবে। ফলে আপনার মূল্যবান সময় সাশ্রয় হবে এবং আপনার সন্তানের লেখার গতি বৃদ্ধি পাবে।
১ম শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন পিডিএফ
আপনার সন্তানের প্রস্তুতির সুবিধার্থে এবং সময় সাশ্রয় করতে আমরা এই পূর্ণাঙ্গ সাজেশনটিকে একটি সহজে ব্যবহারযোগ্য PDF ফাইলে রূপান্তর করেছি। এই ফাইলটি আপনি সহজেই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ফলে, যেকোনো সময়, যেকোনো স্থানে আপনি আপনার সন্তানকে প্রস্তুতিতে সহায়তা করতে পারবেন।
১ম শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন পিডিএফ ডাউনলোড করুন
পরিশেষে বলা যায়,
আমাদের এই ১ম শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশনটি প্রথম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য আপনার সন্তানের চূড়ান্ত গাইডলাইন। আমাদের লক্ষ্য হলো, শিশুরা যেন পরীক্ষা নিয়ে কোনো প্রকার উদ্বেগ বা চাপ অনুভব না করে, বরং আত্মবিশ্বাসের সাথে অংশ নেয়। বাংলা, ইংরেজি ও গণিতের গুরুত্বপূর্ণ অংশগুলোকে ফোকাস করে তৈরি এই সাজেশনটি আপনার সন্তানের মৌলিক শিক্ষণকে মজবুত করবে এবং তাদের পরীক্ষার দক্ষতা বাড়াবে।
আমরা আশা করি, এই কার্যকরী প্রস্তুতি পদ্ধতির মাধ্যমে আপনার সোনামণিরা শুধু ভালো ফলই করবে না, বরং শিক্ষাজীবনের এই প্রথম গুরুত্বপূর্ণ ধাপটি সফলভাবে অতিক্রম করবে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে আমরা সর্বদা পাশে আছি। আপনারা আর কোন কোন বিষয়ের বা কোন শ্রেণির সাজেশন চান তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন।