১ম শ্রেণির গনিত সাজেশন ও প্রশ্নের নমুনা – বার্ষিক পরীক্ষা ২০২৫
২০২৫ এর বার্ষিক পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তাই এখন শুধু পড়া আর পড়া। তাই দ্রুত পড়া শেষ করতে চাইলে এবং ভালোভাবে প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই একটি গোছানো সাজেশন প্রয়োজন। ১ম শ্রেণির শিক্ষার্থীরা এমনিতেই পরীক্ষা নিয়ে ভয়ে থাকে। যদিও ১ম শ্রেণিতে এত বেশি পড়া নাই, তারপরও ছোট ছোট বাচ্চাদের কাছে এটিই অনেক। তাই অভিভাবকদেরকে অবশ্যই একটি সাজেশন অনুযায়ী বাচ্চাদেরকে পড়াতে হবে।
পরীক্ষার্থীদের পরীক্ষার আগে কৌশলী হতে হয়, তা নাহলে পরীক্ষায় ভাল করা সম্ভব নয়। প্রতিটা অধ্যায়ে বেশ কিছু প্রশ্ন আছে। এত অঙ্ক শেষ করতে চাইলে অনেক সময় প্রয়োজন। তাই অভিভাবকরা চাইলেও বাদ দিতে পারবেন না। তাই অবশ্যই একটি সাজেশন প্রয়োজন। আজকের লেখায় আমরা ১ম শ্রেণির গনিত সাজেশন নিয়ে আলোচনা করবো। পাশাপাশি আমরা নমুনা প্রশ্নও দিয়ে দিবো যাতে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রশ্নের ধরন সম্পর্কে সহজেই আইডিয়া পেতে পারেন।
আরও পড়ুনঃ ১ম শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন
১ম শ্রেণির গনিত সাজেশনঃ
সাজেশনটি পুরোপুরি ১ম শ্রেণির গণিত সিলেবাস অনুসারে করা হয়েছে। ১ম শ্রেণির শিক্ষার্থীরা খুব ছোট, তাই তাদের বোঝার ক্ষমতা এবং শেখার ধরন আলাদা। সাজেশনে প্রশ্নগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে তারা ভয় না পায় বরং আনন্দের সাথে শিখতে পারে। পরীক্ষার আগে সাজেশনটি ভালোভাবে অনুশীলন করলে শিক্ষার্থী জানবে কোন ধরনের প্রশ্ন আসতে পারে।
১। কথায় লিখঃ
৫১,৫৯,৬৩, ৬৭, ৯৩, ৮০, ৯০, ৭৭,৮৭,৯৯
২। অংকে লিখঃ
একচল্লিশ, পঞ্চান্ন, আটাশি, ঊনসত্তর, চুরাশি,
তিরাশি, বিয়াল্লিশ, একাশি, একষট্টি, সত্তর।
৩। ক্রম অনুসারে খালি ঘর পূরণ করঃ-
৪৮, ___, ___,৫১, ___,৫৩, ___,৫৬, ___
৪। যোগ কর:-
ক) ৪৩+৬
খ) ৬+৪৪
গ) ৬০ +২৯
গ) ৬২ +৪৩
ঘ) ৪২+২২
৫। বিয়োগ কর।
ক) ৯৯-৩৩
খ) ৭৭-৩০
গ) ৬৯-১৭
গ) ৯৯ -৫৮
ঘ) ২৯ -২০
৬। কথার অংক :
ক) বিদ্যালয়ের একটি শ্রেনিতে ২৩ জন ছাত্র এবং ২৫ জন ছাত্রী আছে। ঐ শ্রেনিতে মোট শিক্ষার্থী কত জন?
খ) সাদির নিকট ২৭ টাকা আছে। সে ৪৭ টাকা দিয়ে একটি খেলনা কিনলো। তার কাছে আর কত টাকা আছে।
গ) ফাহাদের ৩৩ টাকা ছিল। তার বাবা তাকে কিছু টাকা দিল। এখন তার ৭৫ টাকা হলো। তার বাবা তাকে কত টাকা দিল?
ঘ) একটি ক্রিকেট ম্যাচে রাফি ৩৭ রান এবং অভি ২২ রান করেছে। রাফি অভির চেয়ে কত রান বেশি করেছে?
ঙ) ৩৫-১৭ বিয়োগ দিয়ে একটি গল্প তৈরি কর?
১ম শ্রেণির গনিত প্রশ্নের নমুনাঃ
অভিভাবকরা বুঝতে পারেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীকে কতগুলি প্রশ্ন এবং কোন ধরণের প্রশ্নের উত্তর দিতে হবে, যাতে তারা সময় ধরে অনুশীলন করাতে পারে। এর ফলে কোন বিষয়ের ওপর বেশি জোর দিতে হবে, তা নির্ধারণ করা সহজ হয়। শিক্ষার্থীরা কেবল মুখস্থ করে যাচ্ছে, নাকি হাতে-কলমে গণিত করার মৌলিক দক্ষতা অর্জন করেছে, তা যাচাই করার জন্য প্রশ্নের ধরণ গুরুত্বপূর্ণ।
যদি দেখা যায় যে শিক্ষার্থী একটি নির্দিষ্ট ধরণের প্রশ্নে বারবার ভুল করছে, তবে বোঝা যায় যে তার সেই নির্দিষ্ট ধারণার অভাব রয়েছে এবং সেখানেই বেশি মনোযোগ দিতে হবে। আর এটি অবশ্যই অভিভাবকদের তত্ত্বাবধানে।
১। কথায় লেখ।
৪৫, ৫৭, ৭৯, ৮৬, ৯৭
২। অঙ্কে লিখ।
চুয়াল্লিশ, আটান্ন, ঊনষাট, আটাশি, চুরানব্বই
৩। কম থেকে বেশি এবং বেশি থেকে কম ক্রমে সাজাও।
৮০, ৯০, ৯৩, ৮৭, ৯৯
৪। নিজের ইচ্ছেমত একটি প্যাটার্ন তৈরি কর।
৫। যোগ কর।
ক) ২৪ + ৫৩
খ) ৬০ + ২৯
৬। বিয়োগ কর।
ক) ৪৮ – ০
খ) ৮৬ – ৩১
৭। ১ টি খেলনার দাম ৬০ টাকা। তুমি কোন কোন মুদ্রা ব্যবহার করে খেলনাটি কিনবে?
৮। একটি দোকানে ৩০ টি খাতা ছিল। পরে আরও ২০ টি খাতা আনা হলো। মোট কতটি খাতা হলো?
৯। মলি ৭০ টাকা নিয়ে দোকানে গেল। সে ৪০ টাকা দিয়ে একটি খাতা কিনল। তার কাছে কত টাকা রইল?
১০। চিত্র অঙ্কন কর (যে কোন ২ টি)।
ক) তিনকোনা আকৃতি
খ) গোল আকৃতি
গ) চার কোনা আকৃতি
শিক্ষার্থীরা গণিতে আরও ভালো ফল করতে পারার অন্যতম কার্যকর উপায় হলো নিয়মিত হাতে-কলমে অনুশীলন করা এবং যতটা সম্ভব সক্রিয়ভাবে গণিতের কাজের সাথে যুক্ত থাকা। একই ধরনের সমস্যা বারবার সমাধান করার অভ্যাস শেখাকে আরও গভীর করে তোলে, কারণ এটি সচেতন প্রচেষ্টা থেকে স্বাভাবিক দক্ষতায় রূপান্তরিত হতে সাহায্য করে।
এই ধারাবাহিক অনুশীলন শুধু গণিতের ধারণাগুলোকে মস্তিষ্কে পুনরুজ্জীবিত করে না, বরং বিষয়টির প্রতি শিক্ষার্থীর আগ্রহ ও আত্মবিশ্বাসও বাড়ায়। ফলে তারা ধীরে ধীরে গণিতের সাথে একটি ইতিবাচক সম্পর্ক গড়ে তোলে, যা ভবিষ্যতের শেখার ভিত্তিকে আরও শক্তিশালী করে।
পরিশেষে
আমাদের তৈরি ১ম শ্রেণির গণিত সাজেশনটি ছোট শিক্ষার্থীদের জন্য সহজ, বোধগম্য এবং কার্যকর শেখার সুযোগ তৈরি করে। এতে এমন প্রশ্ন ও অনুশীলন যুক্ত করা হয়েছে, যা তাদের গণিতের ভিত্তি মজবুত করতে সহায়তা করবে এবং পরীক্ষার প্রস্তুতিকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। নিয়মিতভাবে এই সাজেশন ব্যবহার করলে শিশুরা শুধু পরীক্ষায় ভালো করবে না, বরং প্রাথমিক গণিতের গুরুত্বপূর্ণ ধারণাগুলো খেলাচ্ছলে আয়ত্ত করতে পারবে।
আমরা এর আগে অন্যান্য ক্লাসের সাজেশন ও নমুনা প্রশ্ন দিয়েছি কারণ বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদেরকে পুরো বই থেকেই পড়তে হয়। বইয়ের এত এত টপিক পড়া বেশ কঠিন। তাই আমরা চেষ্টা করি যাতে শিক্ষার্থীদের পরিশ্রম কিছুটা কম হয়। ১ম শ্রেণির বাচ্চারা এত পড়া মনে রাখতে হাপিয়ে ওঠে। তাই কিছুটা কমিয়ে দিয়েছি। সকলের জন্য শুভকামনা রইলো।