২য় শ্রেণির ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৬ ও নমুনা প্রশ্ন

বর্তমানে অনেক অভিভাবক সন্তানদের জন্য মানসম্মত বিদ্যালয় খোঁজেন এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে আগ্রহী হন। বিশেষ করে দ্বিতীয় শ্রেণীর ভর্তি নিয়ে নানা প্রশ্ন থাকে – পরীক্ষা হবে কি না, লটারির মাধ্যমে ভর্তি হবে কি না, আবেদন কবে শুরু হবে, কোন স্কুলে আসন সংখ্যা কত ইত্যাদি। আজ আমরা ২য় শ্রেণির ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৬ ও নমুনা প্রশ্ন সম্পর্কে আপনাদেরকে জানাবো। 

আমাদের প্ল্যাটফর্মে আমরা প্রথমেই সর্বশেষ নোটিশ, ভর্তি সংক্রান্ত নির্দেশনা, আবেদন প্রক্রিয়া, লটারি ফলাফল এবং পরীক্ষার তথ্য প্রকাশ করি। তাই ভর্তি সংক্রান্ত কোনো তথ্য মিস করতে না চাইলে নিয়মিত আমাদের সাইটে নজর রাখার অনুরোধ রইলো।

আরও পড়ুনঃ ৫ম শ্রেণির ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৬ ও নমুনা প্রশ্ন

২য় শ্রেণির ভর্তি পরীক্ষা 

আমরা ২য় শ্রেণির ভর্তি পরীক্ষার সাজেশন প্রস্তুত করেছি সম্পূর্ণভাবে বর্তমান পরীক্ষার প্যাটার্ন ও প্রশ্নগঠনের ধরন বিশ্লেষণ করে। দীর্ঘ অভিজ্ঞতা এবং আগের বছরের প্রশ্নপত্রগুলো গভীরভাবে পর্যালোচনা করে আমরা নির্ধারণ করেছি – কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং কোন বিষয়গুলোকে শিক্ষার্থীদের বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। সেই বিবেচনা থেকে সাজেশনটি সাজানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা যথাযথভাবে প্রস্তুতি নিতে পারে এবং পরীক্ষায় ভালো ফল অর্জন করতে সক্ষম হয়।

এই সাজেশনটি দেশের নামকরা বিদ্যালয়গুলোর সর্বশেষ ভর্তি পরীক্ষা প্রশ্নপদ্ধতি ও কাঠামো খুঁটিয়ে বিশ্লেষণ করে প্রস্তুত করা হয়েছে। ফলে আপনার সন্তান পরীক্ষার বাস্তব পরিবেশ, প্রশ্নের ধরণ এবং কঠিনতার স্তর সম্পর্কে আগেই পরিষ্কার ধারণা পাবে। পাশাপাশি নির্দিষ্ট সময়ে দ্রুত ও নির্ভুলভাবে উত্তর দেওয়ার অনুশীলন করতে পারবে।

২য় শ্রেণির ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৬

এ পর্যায়ে আমরা সাজেশনটি দিবো। দেখে নিন সাজেশনটি, প্রতিটি বিষয়ের জন্য সাজেশন এখানে দেয়া আছেঃ 

বাংলা 

১। শব্দার্থ সহ বাক্য গঠন কর।

হামলা-

পারীক্ষা-

২। এলোমেলো শব্দ সাজিয়ে সঠিক বাক্য গঠন কর।

ক) কথা/বহু/দিন/আগের।

খ) দল/দশজন/করে/গড়/দশজন/হলো।

৩। বিরামচিহ্ন সাজাও।

অনেকেই বলল এ কাজে তো অনেক সময় লাগবে মহানবি (স) বললেন সবাই মিলে কাজ করলে কোনো কাজই কঠিন নয়

৪। বিপরীত শব্দ লিখ।

আগে-

কঠিন –

শুরু –

শহর –

৫। বাক্য গঠন

নদী=নদী আমার অনেক ভালো লাগে।

ছোটো=নদীতে ছোটো একটি চর জেগেছে।

বৈশাখ = বাংলা বছরের প্রথম মাস বৈশাখ।

সাদা=সাদা বকগুলো দেখতে অনেক সুন্দর।

ঝাঁক = বকগুলো ঝাঁকে ঝাঁকে উড়ছে।

হাঁক = রাতে শেয়ালের হাঁক শোনা যায়।

চিকচিক = নদীর তীরে বালি চিকচিক করছে।

৬। কবির নাম সহ ‘কাজের আনন্দ’ কবিতাটি লিখ।

৭।  যুক্তবর্ণগুলো ভেঙ্গে ২টি করে শব্দ লিখ: (যে কোন ৫টি)

ন্দ, ন্ন, ন্ট, ন্ত, স্ক, ক্ষ, ক্ত

৮। খালিঘরে সঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি কর:

ঝুড়িতে, জেব্রা, খেলতে, প্রজাপতি, বন্ধু, খুশি

ক) ফুলে ফুলে____উরছে।

খ)_____ময়লা ফেলি।

গ) মুক্তি পেয়ে সিংহটি খুব_____হলো।

ঘ) তিথি______পছন্দ করে।

ঙ)_____ক্রসিং দিয়ে রাস্তা পার হই।

৯। যুক্তবর্ণগুলো ভেঙ্গে লিখ।

আনন্দ, মিষ্টি, চিন্তা, আশ্বিন, ফাল্গুন

১০। এলোমেলো শব্দগুলো সাজিয়ে লিখ।

ক) খুব দুটির বিড়াল বন্ধুত্ব।

খ) ছিল দেশে এক রাখাল এক।

গ) চাষ গ্রাম হয় ফসলের।

ঘ) মার আমি যাব মেলায় সাথে।

ঙ) হবে সাথে দেখা বন্ধুদের সাথে।

১১। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

ক) ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ – এই গানটি আমরা কাদের স্মরণে গাই?

খ) মৌমাছি কী আহরণ করে?

গ) কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিয়েছিল?

ঘ) ছোটো পাখি কিভাবে ডাকে?

ঙ) পিপীলিকা কীভাবে চলে?

১০। তোমার প্রিয় ‘ঋতু’ অথবা আমাদের গ্রাম সম্পর্কে ৫টি বাক্য লিখ।

ইংরেজি

1.Write in Bangla of the following words: (any five)

Seed, Sun, Plant, Give, Water, Colour, Kite

  1. Make one sentence with the following words: (any five)

Rose, Bat, Leg, Red, See, Name, Read

  1. Re-arrange the word:

Ogd, Itwa, Buel, Ptu, Keit

  1. Write the names of the days of the week
    5. Write the numbers in word.

17, 20, 26, 28, 19

  1. Write the rhyme “Rainbow Rainbow”. (four line)
  2. Translate into Bangla: (any five)
    a) He’s in class two.
    b) Touch your toes.
    c) It’s a nice day.
    d) There is a small plant.
    e) The ant is red.
  3. Answer the following question:
    a) What is your name?
    b) What day is it today?
    c) How many days are there in a week?
    d) What does Rima’s father give her?
    e) How many colours are there in the rainbow?
  4. Fill the form of your own information:
    Name:
    Age:
    Class:
    Roll:

গনিত

১। সঠিক উত্তরটি খাতায় লিখঃ

১) ৬৯ + ০ = কত?

ক) ৬৯ খ) ৬১

গ) ৬৬

ঘ) ৬০

২) ৪ × ৩ = কত?

ক) ৮ খ) ১২

গ) ১৬

ঘ) ৭

৩) ৪২ + ২৮ = কত?

ক) ৭০ খ) ৭১ গ) ৬৯

ঘ) ৭২

৪) ২৫ এবং ৩২ এর যোগফল কত?

ক) ৪০ খ) ৫০

গ) ৫৭

ঘ) ৫৪

৫) ৩৬ – ১৩ = কত?

ক) ২২ খ) ২৩

গ) ২৫

ঘ) ৪৯

৬) ১ টি থালায় ৪ টি আপেল। ৪টি থালায় আপেল কয়টি?

ক) ৮ খ) ১২ গ) ১৬ ঘ) ২০

৭) ৬৪ – ৩ = কত?

ক) ৬০ খ) ৬১ গ) ৬২ ঘ) ৬৩

৮) ৩২৫ সংখ্যাটিতে ৩ এর স্থানীয় মান কত?

ক) একক খ) দশক গ) শতক ঘ) হাজার

৯) একটি ত্রিভুজের সরলরেখা কয়টি?

ক) ৩ খ) ৪ গ) ২ ঘ) ৬

২। ক্রমবাচক সংখ্যার পূর্ণরূপ কথায় লিখঃ (৬ষ্ঠ থকে ১০ম পর্যন্ত) ১০

৩। যোগ করঃ 

ক) ২২ + ৩৬ =

খ) ১৬০ + ৩০ =

৪। যোগ করঃ

গ) ৭৭ + ৩৩

ঘ) ৬২০ + ৩৭০

৫। বিয়োগ করঃ 

ক) ৫৬ – ১২ =

খ) ২৩১ – ৪৮ =

৬। বিয়োগ করঃ

গ) ৯৭ – ৫৯

ঘ) ৪৯০ – ৮৪

৭। দিলিপ বাজার থেকে ৪৫ টাকার মাছ ও ৩৮ টাকার সবজি কিনল। সে মোট কত টাকা খরচ করল?

৮। একটি গ্রামের লোকসংখ্যা ৪০০ জন। আরেকটি গ্রামের লোকসংখ্যা ৩২০ জন। দুই গ্রামের লোক সংখ্যা কত?

৯। রহিম ১০০০ টাকা নিয়ে বই মেলায় গেলেন। বই কেনার পর তার কাছে

২৩০ টাকা রইল। সে কত টাকার বই কিনলেন?

১০। দুইটি সংখ্যার যোগফল ৮৪০। এদের একটি সংখ্যা ৫২৭ হলে অপর সংখ্যাটি কত?

১১। রুপাদের শ্রেনিতে ৪ টি বেঞ্চ আছে, প্রতিটি বেঞ্চে ৩ জন করে শিক্ষার্থী বসে। তাদের শ্রেনিতে কত জন শিক্ষার্থী আছে?

১২। নিচের চিত্র গুলো আঁক

ক) একটি ত্রিভুজ আঁক।

খ) একটি চতুর্ভুজ আঁক।

২য় শ্রেণির ভর্তি পরীক্ষার নমুনা প্রশ্ন

পূর্ণমান – ৫০ 

 

বাংলা 

১. যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ লিখুন:

২. ৈ এর সাহায্যে পাঁচটি শব্দ লিখুন:

৩. তোমার পাঠ্য বইয়ের মামার বাড়ি কবিতার প্রথম চার লাইন লিখুন।

 

ইংরেজি 

৪. Write the capital letter for each letter:

a ____, t ____, d ____, h ____, q ____

 

৫. Arrange the letters to make meaningful words:

nad ____, ohsue ____, papel ____, odor ____

 

৬. Fill in the blanks:

Ring ____ ring ____ it’s the ____!

Hello! I’m a ____ on a ____. Is this the ____?

 

গণিত 

৭. খালি স্থান পূরণ করো:

ক) 28 – □ = 16

খ) 10 + 6 = □

গ) 12 – 3 = □

ঘ) 14 + 8 + 2 = □

ঙ) 8 + 5 = □

৮. কথায় লিখো:

৪১, ৩৪, ২৯, ৩০, ৫০ 

৯. মিলিয়ে লিখো:

মিলির কাছে ২০ টাকা ছিল এবং তার বাবা তাকে কল্পন সেলার জন্য ২৫ টাকা দিলেন। এখন মিলির কাছে কত টাকা হলো?

১০. ক্রমবাচক সংখ্যা লিখো:

এক, দুই, পাঁচ

১১. ত্রিভুজ আকৃতি ব্যবহার করে ছবি আঁকো।

নমুনা প্রশ্ন অনুশীলন করলে শিক্ষার্থী ধীরে ধীরে পরীক্ষার মতো পরিবেশে কাজ করার সক্ষমতা গড়ে তোলে। ভর্তি পরীক্ষায় সময় সাধারণত সীমিত থাকে, তাই মডেল প্রশ্ন সমাধান করার মাধ্যমে তারা নির্দিষ্ট সময়ে দ্রুত ও সঠিকভাবে উত্তর দেওয়ার দক্ষতা অর্জন করে। পরীক্ষার কাঠামো, প্রশ্নের ধরন ও সময় ব্যবস্থাপনা সম্পর্কে আগে থেকেই স্পষ্ট ধারণা পাওয়ায় তাদের আত্মবিশ্বাস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং তারা প্রস্তুতিও আরও শক্তিশালীভাবে নিতে পারে।

পরিশেষে

আমরা এই লেখার মাধ্যমে ২০২৬ এর ২য় শ্রেণিতে ভর্তি পরীক্ষার সাজেশন ও নমুনা প্রশ্ন উল্লেখ করেছি। ২য় শ্রেণির ভর্তি পরীক্ষায় ১ম শ্রেণিতে পড়া টপিক গুলো থেকেই প্রশ্ন হবে, তাই চিন্তার কিছু নেই। আশা করি আমাদের এই ২য় শ্রেণির ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৬ ও নমুনা প্রশ্ন আপনার সন্তানের জন্য সহায়ক হবে।