তৃতীয় শ্রেণির বাংলা পরীক্ষার সাজেশন ২০২৫

তৃতীয় শ্রেণির বাংলা পরীক্ষায় শিক্ষার্থীদের অনেক গুলো টপিকের উপরে উত্তর দিতে হয়। তাই তৃতীয় শ্রেণির বাংলা পরীক্ষার সাজেশন ২০২৫ কাছে থাকা অনেক জরুরি। সঠিক সাজেশনটি পেলে শিক্ষার্থী এবং অভিভাবক উভয়েই উপকৃত হবে কারণ তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা অভিভাবকের তত্ত্বাবধানেই পড়াশুনা করে। তাই অভিভাবকরা যদি সাজেশনটি পান তাহলে সে অনুযায়ী তাঁরা তাঁদের বাচ্চাদেরকে পরীক্ষার জন্য যথাযথভাবে প্রস্তুত করতে পারবেন।  

আরও পড়ুনঃ ৩য় শ্রেণির গণিত রচনা সাজেশন

তৃতীয় শ্রেণির বাংলা পরীক্ষার সাজেশন

তৃতীয় শ্রেণিতে পরীক্ষায় আসে এমন কিছু টপিক নিয়ে আমরা আমাদের সাজেশনটি সাজিয়েছি। তৃতীয় শ্রেণির বাংলা পরীক্ষায় সাধারণত কবিতা, গদ্য, ব্যাকরণ, শব্দার্থ, লিঙ্গান্তর, বিপরীত শব্দ, বাক্য গঠন, শূন্যস্থান পূরণ, বহুনির্বাচনী প্রশ্ন ও অনুচ্ছেদ লেখা থেকে প্রশ্ন আসে। এসব বিষয় মাথায় রেখে নিচের সাজেশনটি প্রস্তুত করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা প্রতিটি অংশ ভালোভাবে অনুশীলন করতে পারে। শিক্ষার্থীদের অবশ্যই কবিতাগুলো বারবার পড়তে হবে, উচ্চারণ শুদ্ধ করে বলতে হবে এবং খাতায় লিখে অনুশীলন করতে হবে। কবিতার কবির নামও মুখস্থ রাখা জরুরি।

বর্তমানে বাংলার প্রশ্নপত্রের ধরণ আগের তুলনায় বেশ পরিবর্তিত হয়েছে। প্রশ্নগুলো এখন আরও গঠনমূলক এবং বোঝার ভিত্তিতে সাজানো হয়। তাই অন্যান্য বিষয়ের মতো বাংলাতেও নিয়মিত পড়াশোনা এবং সঠিক প্রস্তুতি নিলে উচ্চ নম্বর অর্জন করা এখন খুব সহজ। 

বাংলা পরীক্ষার সাজেশন ২০২৫

১। কবি ও কবিতার নামসহ ‘আমার পণ’ অথবা

‘আদর্শ ছেলে’ কবিতাটির প্রথম ৮ লাইন মুখস্ত লিখ।

২। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তরপত্রে লেখ: 

ক) রাজার বাগ পুলিশ লাইন কিসের স্মৃতি বহন করে?

খ) ইসলামের প্রথম খলিফা কে ছিলেন?

গ) শিশুরা কী পণ করবে?

ঘ) তালগাছ কবিতাটির কবির নাম কী?

ঙ) নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন?

চ) কাদের কথা মেনে চলব?

ছ) মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত

জ) আমরা পড়ালেখা করব কেন?

৩। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: 

ক) আমার পণ কবিতাটিতে কী কী পণ করা হয়েছে পাঁচটি বাক্যে লেখ।

খ) গাছ আমাদের কী কী উপকার করে পাঁচটি বাক্যে লেখ।

গ) ‘নিকোলাস গরীব দুঃখীদের সন্ধান করতেন কেন?

ঘ) বিজয় দিবস কত তারিখে পালন করা হয়? তোমার বিদ্যালয়ে বিজয় দিবসে তুমি কী কী কাজ কর? পাঁচটি বাক্যে লেখ।

ঙ) মসলিন কী? মসলিনের সুতা কীভাবে তৈরি হয়? 

৪। নিচের শব্দগুলোর অর্থ লিখ: 

বীরত্ব, ক্রীতদাস, হেলা, সাধ, পণ, আদেশ, রীতি, গগন।

৫। নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি কর। 

প্রান্তর, আদেশ, মুক্তিযুদ্ধ, গুরুজন, উৎসব, আদর্শ, হেলা

৬। শূণ্যস্থান পূরণ কর: ক) পুলিশ সদস্যদের কাছে ছিল___অস্ত্র। খ)___মানে মানব জয়। গ) বিপদ

আসলে___যাব। ঘ) আবু বকর (রা.) এর মনে___হলো। ঙ) সাবধানে যেন___সামলিয়ে থাকি। 

৭। সঠিক উত্তরটি খাতায় লিখ:

ক) তালগাছ উকি মারে 

১) আকাশে ২) বাতাসে ৩) জানলায় ৪) দরজায়

খ) হযরত আবু বকর (রা.) মৃত্যুবরণ করেন-

১) ৭৩৪ খ্রিষ্টাব্দে

২) ৬৭০ খ্রিষ্টাব্দে

৩) ৭৭৩ খ্রিষ্টাব্দে

৪) ৬৩৪ খ্রিষ্টাব্দে

গ) যার দয়া আছে- 

১) দয়ালু ২) এতিম ৩) দানশীল ৪) দুঃখী।

ঘ) ক্রীতদাস অর্থ-

১) কেনা গোলাম ২) মনিব ৩) মুয়াজ্জিন ৪) খালিফা

ঙ) বাতাস হলে তালগাছের-

১) পাতা কাঁপা থেমে যায় ২) মনের ইচ্ছা থেমে যায় ৩) থথুর করে পাতা কাঁপে ৪) থথুর করে পা কাঁপে।

৮। নিচের শব্দগুলোর লিঙ্গান্তর কর: 

ভাই, মেয়ে, মা, দাদা, নানী, স্বামী, বাবা

৯। নিচের যেকোন পাঁচটি যুক্তবর্ণ ভেঙে লেখ এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি শব্দ তৈরি কর।

দ্ধ, ক্ত, জ্ঞ, ও, ক্ষ, ঞ্চ

১০. বিপরীত শব্দ লিখ 

সামনে, সাহসী, কষ্ট, ধনী, দয়ালু, অল্প

১১. বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি খাতায় লিখ।

এক ছুটির দিনে মামা এসে বললেন আজ তোমাদের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে নিয়ে যাব রিতা আর রিতার ছোটো ভাই রবিন আনন্দে লাফিয়ে উঠল সেদিন বিকালবেলা ওরা রাজারবাগে

১২। বাম পাশ – ডান পাশ

ক. পাঠাগারে পড়ার জন্য – কালো মেঘ ফুড়ে যায়।

খ. মা যে হয় মাটি তার –  বই রাখা হয়।

গ. সারাদিন আমি যেন – মন ফিরে আসে।

ঘ. মনে সাধ –  গবেষণা করেন।

ঙ. আমি যেন সেই কাজ – করি ভালো মনে।

১৩। মনে করো, তোমার নাম মিনা। মিরা যথাযথ তথ্য দিয়ে নিচের ফরমটি পূরণ করো

ক খ গ সরকারি প্রাথমিক বিদ্যালয়

সাংস্কৃতিক প্রতিযোগিতা

ক খ গ প্রাথমিক বিদ্যালয়

প্রতিযোগীর নাম :

শ্রেণী :

রোল

অংশগ্রহণের বিষয়:

স্বাক্ষর

১৪. নিচের যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লিখ:

ক) আমাদের বিদ্যালয় খ) আমাদের গ্রাম গ) পরিবার

এই সাজেশনটি তৃতীয় শ্রেণির পুরো সিলেবাসের মূল ও প্রয়োজনীয় অংশগুলোকে কেন্দ্র করে সাজানো হয়েছে। এ সাজেশনের মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষার ধরন সহজেই বুঝতে পারে এবং কোন কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে তা খুব দ্রুত বুঝতে পারবে। 

তৃতীয় শ্রেণির বাংলা নমুনা প্রশ্ন

bangla sample

তৃতীয় শ্রেণির বাংলা বিষয়ে নমুনা প্রশ্ন থাকলে শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারে যে তাঁদের পরীক্ষায় প্রশ্ন ঠিক কোন ধাঁচে আসবে। এখন আমরা একটি নমুনা প্রশ্ন দিয়ে দিবো যেখান থেকে পরীক্ষার প্রশ্ন সম্পর্কে একটি পাথমিক ধারনা পাওয়া যাবে। 

কীভাবে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করতে পারে?

বাংলা বিষয়ে ভালো নম্বর পেতে হাতের লেখার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় লেখা যদি পরিষ্কার ও সহজপাঠ্য না হয়, তবে পরীক্ষকের পক্ষে উত্তরগুলো পড়া কঠিন হয়ে যায়, ফলে নম্বর কম পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই এখন থেকেই ধীরে ধীরে পরিপাটি হাতের লেখা গড়ে তোলার অভ্যাস করতে হবে। লিখতে গেলে যতটা সম্ভব নীল কালম ব্যবহার করা ভালো, এতে লেখা সুন্দর ও পরিচ্ছন্ন দেখায়। আর কোনো উক্তি, কবিতার লাইন বা গুরুত্বপূর্ণ কোটেশন লিখতে হলে কালো কালম ব্যবহার করলে তা পরীক্ষকের নজরে সহজে আসে এবং উত্তরপত্র আরও আকর্ষণীয় হয়। এর ফলে ভালো নম্বর পাওয়ার সুযোগও বাড়ে।

প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের মনে রাখা উচিত – বাংলা আমাদের মাতৃভাষা। তাই সাজেশনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন পাঠ্যবইয়ের গল্প, কবিতা, অনুচ্ছেদ এবং ব্যাকরণের মূল বিষয়গুলো ভালোভাবে বোঝা ও পড়ায়। বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে ছোট প্রশ্ন থেকে বড় প্রশ্ন – সবকিছুর উত্তরই সহজে নিজের ভাষায় লিখে ফেলা সম্ভব। তারপরও প্রশ্নের ধরন বুঝে অনুশীলনের সুবিধার্থে সাজেশন অনুসরণ করলে প্রস্তুতি আরও উন্নত হয় এবং ভালো ফলাফলের সম্ভাবনাও বাড়ে। 

পরিশেষে 

তৃতীয় শ্রেণির বাংলা বিষয়টি তুলনামূলকভাবে বেশ সহজ। এখানে খুব জটিল বা কঠিন ধরনের প্রশ্ন সাধারণত দেওয়া হয় না। নিয়মিত বাংলা পড়ার অভ্যাস থাকলে পরীক্ষায় ভালো ফল করা মোটেও কঠিন নয়। এ ছাড়া রচনা অংশও ভালোভাবে প্রস্তুত করতে হবে। 

সাধারণত তৃতীয় শ্রেণির ছোট শিক্ষার্থীরা ঠিক বুঝে উঠতে পারে না কোন অংশটি মুখস্থ করতে হবে, কোনটি বোঝার মাধ্যমে শিখতে হবে কিংবা কোনটি অনুশীলন করতে হবে। কিন্তু সঠিক সাজেশনের মাধ্যমে তারা জানতে পারে কোন অধ্যায়গুলো থেকে প্রতি বছর নিয়মিত প্রশ্ন আসে এবং কোন বিষয়গুলো আগে শিখলে পরের বিষয়গুলো সহজ হয়ে যায়।