তৃতীয় শ্রেণির বাংলা পরীক্ষার সাজেশন ২০২৫ – PDF ডাউনলোড

প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ আর অল্প কিছুদিন পরই বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তাই এখন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আর ভালো প্রস্তুতি নিতে হলে চাই একটি নির্ভরযোগ্য সাজেশন। আমরা সেই সাজেশন সম্পর্কে আজ বলতে চলেছি। আজ আমরা কোমলমতি শিক্ষার্থীদের জন্য তৃতীয় শ্রেণির বাংলা পরীক্ষার সাজেশন ২০২৫ নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমাদের এই সাজেশনটি পাওয়ার পর অভিভাবক ও শিক্ষকরা তাঁদের বাচ্চার সঠিক প্রস্তুতি গ্রহণে সহায়ক ভূমিকা পালন করতে পারে। 

আরও পড়ুনঃ ইসলাম ও নৈতিক শিক্ষা ৩য় শ্রেণি সাজেশন

তৃতীয় শ্রেণির বাংলা সাজেশন

পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে শুধু বই পড়া যথেষ্ট নয়, প্রয়োজন একটি নির্ভরযোগ্য সাজেশন, যা শিক্ষার্থীদের ঠিক কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পাবে, কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং কীভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যায়, এসব বিষয়ে পরিষ্কার ধারণা দেয়।

এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা তৃতীয় শ্রেণির বাংলা পরীক্ষার সাজেশন ২০২৫ প্রস্তুত করেছি, যা কোমলমতি শিক্ষার্থীদের উপযোগী করে তৈরি করা হয়েছে। আমাদের সাজেশনটি পরীক্ষার পূর্ববর্তী সময়কে সর্বোচ্চভাবে কাজে লাগানোর জন্য একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা হিসেবে কাজ করবে। অভিভাবকরা এই সাজেশন ব্যবহার করে সহজেই বুঝতে পারবেন, সন্তানের কোন অংশগুলো পুনরায় অনুশীলন করা জরুরি এবং কোন অংশগুলো তাদের বারবার অনুশীলন করতে হবে।

তৃতীয় শ্রেণির বাংলা পরীক্ষার সাজেশন ২০২৫

এখন আমরা আপনাদেরকে সাজেশনটি দিবো। আমরা খুবই সুসংগঠিত ভাবে এটি তৈরি করেছি। এতে শিক্ষার্থীরা পরীক্ষার আগে একটি পরিপূর্ণ রিভিশন সম্পন্ন করতে পারবে, যা তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং পরীক্ষার হলে ভালোভাবে লিখতে সহায়তা করবে। আপনারা চাইলে এটি pdf আকারে ডাউনলোড করে নিতে পারবেন। আমরা এর পরবর্তী সেকশনে PDF ফাইল দিয়ে দিবো এই সাজেশনটির। 

০১। শব্দ দিয়ে বাক্য গঠন কর।

অবদান, পরিপাটি, প্রতিরোধ, পর্ব, বীরত্ব, বেতার যন্ত্র, মুক্তিযুদ্ধ, অস্ত্র,

জাদুঘর, লড়াই, অসীম।

অবদান

স্বাধীনতার মুক্তিযোদ্ধাদের অবদান সর্বোচ্চ।

পরিপাটি

আমার টেবিলটি পরিপাটি করে সাজানো।

প্রতিরোধ

হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তোলেন।

বীরত্ব

মুক্তিযোদ্ধারা ছিলেন বীরত্বের প্রতীক।

বেতার

বিনা আৰে খবর পাঠানোর যন্ত্রের নাম বেতার যত্ন।

মুক্তিযুদ্ধ

১৯৭১ সালে এ দেশে মুক্তিযুদ্ধ হয়।

শত্রু

শত্রু এলে বাঙালিরা অস্ত্র হাতে লড়তে নামে।

জাদুঘর

মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকায় অবস্থিত।

লড়াই

বাঙালিরা নয় মাস লড়াই করে বিতয়ী হয়।

অসীম

মুক্তিযোদ্ধারা অসীম সাহসের অধিকারী।

০২। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ।

(১) ১৯৭১ সালের কত তারিখে পাকিস্তানি মিলিটারি ক্যান্টনমেন্টে আক্রমণ চালিয়েছিল?

(ক) ২৫শে মার্চ (গ) ২৬শে মার্চ

(খ) ২১শে ফেব্রুয়ারি (ঘ) ২২শে ফেব্রুয়ারি

(২) রাজারবাগ কোথায় অবস্থিত?

(ক) খুলনা (গ) চট্টগ্রাম

(খ) ঢাকা (ঘ) রাজারবাগ

(৩) মুক্তিযুদ্ধে রাজারবাগ গল্পে মামা দুজনকে কী কিনে দিলেন?

(ক) কলম (গ) খাতা

(খ) বই (ঘ) মামা

(৪) মুক্তিযুদ্ধে রাজারবাগ গল্পে মামা ওদের বিশেষভাবে কয়টি জিনিস দিয়েছিলেন?

(ক) একটি (গ) তিনটি

(খ) দুটি (ঘ) চারটি

(৫) কোন যন্ত্রের মাধ্যমে পুলিশরা সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল?

(ক) মোবাইল (খ) পাগলা ঘটা

(গ) ওয়াকিটকি (ঘ) বেতার যন্ত্র

৬।  রিতার ছোট ভাইয়ের নাম কী?

(ক) আবিদ (গ) কাবিল

(খ) ববিন (ঘ) আমিন

(৭) পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?

(ক) যশোর (গ) সোনারগ

(খ) রাজারবাগ (ঘ) শাহবাগ

(৮) নিতু কার কাছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের কথা শুনেছিল?

(ক) দাদা (গ) মা

(খ) ছোট মামা (ঘ) যারা নানা

(৯) কত সাল রাজারবাগে বাংলাদেশের পুলিশরা বীরত্বের পরিচয় দিয়েছিল?

(ক) ১৯৫২ সালে (খ) ১৮৬৬ সালে

(গ) ১৯৭০ সালে (ঘ) ১৯৭১ সালে

(১০) মূল জানুযার পুলিশের ব্যবহৃত বেতার যন্ত্রটি ছিল?

(ক) হাতিয়ার (খ) পোশাক

(গ) বিভিন্ন জিনিসপত্র (ঘ) সবকটিই সঠিক

নিচের যুক্তবর্ণ ভেঙে লেখ এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরী করো।

যুক্তবর্ণ

  • বিভাজন, শব্দ
  • স+ব – যুদ্ধ, শুভ, সন্ধ
  • ত+ম – আত্মীয়, মাত্মীয়, মস্তা
  • স+ত+(র-ফলা) – সত্য
  • স+য – সদস্য
  • ক+ক – চুক্তি, রক্ত, শক্ত
  • ন+ত+(ব-ফলা) – যত্ন

শব্দের লিঙ্গ পরিবর্তন করে লেখ।

ভাই, মামা, বালক, তরুণা, গায়ক।

✓ পুরুষবাচক শব্দ

  • ভাই
  • মামা
  • বালক
  • তরুণ
  • গায়ক

✓ নারীবাচক শব্দ

  • বোন
  • মামী
  • বালিকা
  • তরুণী
  • গায়িকা

এই সাজেশনে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছি যেগুলো শিক্ষার্থীরা খুব অল্প সময়ের মধ্যেই শেষ করতে সক্ষম হবে। এগুলো পড়লেই যথেষ্ট হবে, আর কোন সাজেশন সংগ্রহ করার প্রয়োজন নেই। বাংলা বিষয়ের জন্য এই একটি সাজেশনই বার্ষিক পরীক্ষায় পড়লে যথেষ্ট হবে। এগুলো শেষ করে বারবার রিভিশন দিলে শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি দূর হবে এবং তাঁরা স্বতঃস্ফূর্ত ভাবে পরীক্ষায় অংশ নিতে পারবে। আমরা চাই তৃতীয় শ্রেণির সকল বাচ্চারা বার্ষিক পরীক্ষাকে সহজ মনে করুক এবং নির্ভয়ে পরীক্ষা দিক। তাই আমরা সময় নিয়ে এই সাজেশনটি প্রস্তুত করেছি। 

এই সাজেশন পরীক্ষার আগে অযথা চাপ কমিয়ে দিবে শিক্ষার্থীদের, কারণ এতে শুধুমাত্র প্রয়োজনীয় এবং বেশি আসার সম্ভাবনা থাকা বিষয়গুলো সুন্দরভাবে সাজানো আছে। শিক্ষার্থী তাই ঠিক কোনটি আগে করবে, কোনটি পরে করবে এই পরিকল্পনা নিজেই করতে পারে। একই সঙ্গে অভিভাবক ও শিক্ষকরা সহজেই শিশুর অগ্রগতি মূল্যায়ন করতে পারেন, যা সাধারণ সাজেশনে সম্ভব হয় না।

তৃতীয় শ্রেণির বাংলা পরীক্ষার সাজেশন PDF

আমাদের সাজেশন শিক্ষার্থীদের পরীক্ষার পরিবেশের সাথে আগেই পরিচিত করে তোলার একটি কার্যকর মাধ্যম। সাজেশনের অনুশীলন প্রশ্নগুলো সমাধান করতে গিয়ে তারা পরীক্ষা দেওয়ার মানসিক প্রস্তুতি অর্জন করতে পারে। এতে পরীক্ষার হলে তাঁদের আত্মবিশ্বাস উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় এবং ভুলের পরিমাণ কমে। এখন আমরা নিচে একটি pdf ফাইলের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ক্লিক করেই ডাউনলোড করে নিতে পারবেন। 

ডাউনলোড তৃতীয় শ্রেণির বাংলা পরীক্ষার সাজেশন PDF

পরিশেষে,

মোটকথা, আমাদের তৃতীয় শ্রেণির বাংলা পরীক্ষার সাজেশন ২০২৫ হলো শিক্ষার্থীদের প্রস্তুতিকে সহজ করার একটি উপায়। আমাদের দৃঢ় বিশ্বাস, এই তৃতীয় শ্রেণির বাংলা পরীক্ষার সাজেশনটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য অত্যন্ত সহায়ক হিসেবে কাজ করবে। আমরা চাই যাতে প্রতিটি শিক্ষার্থী এই বার্ষিক পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়ে ৪র্থ শ্রেণিতে উঠতে পারবে। আমরা এর আগে আমাদের ওয়েবসাইট এ তৃতীয় শ্রেণির অন্যান্য বিষয়ের উপর বেশ কিছু সাজেশন দিয়েছিলাম। আপনারা আমাদেরকে জানাতে পারেন যে আর কোন কোন সাজেশন আপনাদের প্রয়োজন। সকলের জন্য শুভকামনা রইলো।