৩য় শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন ২০২৫

আজকের এই পোষ্টে আমরা ৩য় শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কমন উপযোগী সকল সাবজেক্টের উপর প্রয়োজনী বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। তাই আপনি যদি ৩য় শ্রেণির বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করতে চান, তাহলে এই গুরুত্বপূর্ণ সাজেশন জেনে রাখা উচিত।

৩য় শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন – বাংলা

১. শব্দার্থ লিখ: ১× ১০=১০

চাবুক, গ্যালারি, ভচ্ছ, হিজরত, ক্রুদ্ধ, রীতি, পুঁথি, কৃষ্টি, হেলা, আওয়াজ

২. বাক্য রচনা কর: ২× ৫=১০

সাথ, তরুণ, বিজ্ঞান, অবদান, সহচর

৩. ‘আমার পণ’ কবিতাটির কবির নামসহ প্রথম ৮ লাইন লিখ। ১ + ১ + ৮ = ১০

৪. শুদ্ধ বানানটি খাতায় লেখ: ১× ৬=৬

পোষ্টার, সন্ধ্যে, কল্যান, জন্ম, মরণ, সংস্কৃতিক

৫. শূন্যস্থান পূরণ কর: ১×৫=৫

আজান ৬ই ডিসেম্বর কানা পালোয়ান পুলিশের মসলিন

ক. মুক্তিযুদ্ধে ______ পাশাপাশি নানা পেশার মানুষ অংশ নেয়।

খ. রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যাঠাদের নাম ছিল ______।

গ. বেলাল (রা.)-এর সুললিত কণ্ঠে প্রথম ______ ধ্বনিত হলো।

ঘ. ______ তৈরির জন্য বিখ্যাত ছিল ঢাকার সোনারগাঁ অঞ্চল।

ঙ. পৃথিবীর অনেক দেশে ______ ‘নিকোলাস ডে’ হিসেবে পালন করা হয়।

 

৬. যুক্তবর্ণ বিভাজন কর ও একটি করে শব্দ তৈরি কর: ২× ৫=১০

ক্স, ঙ্ক, র্থ, ঞ্জ, চ্ছ

৭. বিপরীত শব্দ লিখ: ১×৫=৫

শহিদ, সম্বয়, গ্রহণ, উত্তপ্ত, কল্যাণ

৮. এক কথায় প্রকাশ কর: ১× ৬=৬

সতর্ক করার ঘণ্টা,

বিজ্ঞান বিষয়ে জ্ঞানী ব্যক্তি,

যিনি বাণিজ্য করেন,

অতিশয় তত্ত্ব,

গোলা নিক্ষেপ করার যন্ত্র,

নিজের সবকিছু ত্যাগ

 

৯. সঠিক উত্তরটি খাতায় লিখ: ১× ৬=৬

(১) তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন- 

ক) হজরত মুহাম্মদ (সা)

খ) হজরত আবু বকর (রা)

গ) হজরত ওমর (রা)

ঘ) হজরত বেলাল (রা)

(২) নিকোলাসের গ্রামের নাম কি? 

ক) কাবুল খ) ইস্তানবুল গ) বাগদাদ ঘ) পাতারা

(৩) ১৯৭১ সালের কত তারিখে রাতে পাকিস্তান মিলিটারি রাজাকাররূপে আক্রমণ চালায়?

ক) ২৮শে মার্চ খ) ২৭শে মার্চ গ) ২৫শে মার্চ ঘ) ২৬শে মার্চ

(৪) রবীন্দ্রনাথ কবিতাটির জন্য কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? 

ক) ১৯১৩ খ) ১৯১৫ গ) ১৯২১ ঘ) ১৯৭৬

(৫) ‘আজিকার শিশু’ কবিতাটির কবির নাম কী?

ক) কাজী নজরুল ইসলাম খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) সুফিয়া কামাল ঘ) মদনমোহন তর্কালঙ্কার

(৬) ক্রীতদাস অর্থ- 

ক) ক্রীত গোলাম খ) মনিব গ) মুয়াজ্জিন ঘ) খলিফা

 

১০. সংক্ষিপ্ত উত্তর দাও: ৩×৫ = ১৫

ক. রাজারবাগ পুলিশ লাইনে কীসের স্মৃতি বহন করে?

খ. পৃথিবীতে কীভাবে সুদের কর হ্রাস পায়?

গ. ফসফরাসের পীতাল এর বাসায় গেল?

 

১১. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: (যেকোনো ২টি) ৫×২ = ১০

ক. হজরত আবু বকর (রা) মৃত্যুর আগে মেয়েকে কী বলেছিলেন?

খ. অসুস্থ হওয়ার জন্য রবীন্দ্রনাথ কী করতেন?

গ. রবীন্দ্রনাথের মা ভয় পেতেন কেন?

ঘ. নিকোলাস কীভাবে দয়ালু হিসেবে পরিচিতি পান?

 

১২. অনুচ্ছেদ লিখ: ১০ 

ক. রাষ্ট্রভাষা

খ. উত্তম স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা

৩য় শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন – ইংরেজী

এবারের ৩য় শ্রেণির বার্ষিক পরীক্ষার জন্য আপনাদের ইংরেজী বিষয়ের উপর একটা সাজেশন দরকার। তাই আমি ৩য় শ্রেণির ইংরেজী বার্ষিক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিচে আলোচনা করেছি। আশা করি এই সাজেশন ভালভাবে প্র্যাকটিশ করলে আপনার অনেক উপকারে আসবে।

Read the text and answer the questions 1, 2, 3 and 4. 

Little boy Nusair loves to play with his friends. He enjoys playing in the field. Sometimes, he comes back home with dirty clothes and shoes.

Nusair’s mother is Jesmin Akter. One day, she notices some dirt under Nusair’s fingernails. She tells him, “There are germs in the dirt. Don’t touch your mouth, nose or eyes with dirty hands. Dirt can make you sick. So, wash your hands properly to clean the germs.”

Nusair does not know how to wash his hands properly. His mother shows him how to clean hands with soap and water. She then tells Nusair, “Always wash your hands before eating and after playing.” From that day, Nusair never forgets to wash his hands regularly. This good habit makes him healthy.

  1. Choose the best answer from the following alternatives and write them in your answer script.

(a) Nusair enjoys playing in

  •  (i) living room
  • (ii) the field
  • (iii) playground
  • (iv) the school

(b) Nusair’s mother tells Nusair to wash hands before –

  • (i) playing
  • (ii) sleeping
  • (iii) eating
  • (iv) studying

(c) What helps clean germs from our hands?

  • (i) Lotion
  • (ii) Oil
  • (iii) Towe
  • (iv) Soap

(d) Which of the following makes people healthy?

  • (i) playing
  • (ii) getting dirty
  • (iii) running
  • (iv) washing hands

(e) Where does Nusair’s mother notice dirt in Nusair’s body?

  • (i) Around knees
  • (ii) On face
  • (iii) Under fingernails
  • (iv) In hair
  1. Read the following statements. Write ‘T’ if the statement is true and write ‘F’ if the statement is false. (5 × 1 = 5)

(a) Nusair plays in the field with his friends.

(b) Nusair comes from the field with dirt.

(c) Germs are found in soap.

(d) Nusair loves to play alone.

(e) Nusair follows what his mother says.

 

  1. Answer the following questions in a sentence or sentences. (5 × 3 = 15)

(a) Who notices dirt under Nusair’s fingernails?

(b) What can make us sick? And why?

(c) Who loves to play with friends?

(d) Why do we need to wash our hands properly?

(e) How does Nusair look when he comes back home?

 

  1. Write a short composition in five sentences. (1 × 10 = 10)

(a) Write a short composition on ‘Your Good Habits’ by answering the given set of questions related to the text.

(Write at least five sentences. Remember to use capital letters, punctuation, correct spelling and sentence structure.)

Questions:

  • What is a good habit?
  • Do you have any good habits?
  • What good habits do you follow every day?
  • How do these habits help you?
  1. Write the numbers in words. (10 × 1 = 10)

76, 84, 75, 72, 79, 83, 40, 47, 98, 89

 

  1. Rewrite the sentence using capital letters and punctuation marks where necessary. (1 × 10 = 10)

(a) hello i am anika i live in the plain land i like to attend the hill festivals so i am here in the hills to visit my friend

  1. Match the cardinal number in column A with their ordinal number in column B. (5 × 2 = 10)
Column A Column B
(a) knee i. Feet
b) palm ii. palms
(c) class iii. holidays
(d) foot iv. knees
(e) holiday v. classes
vi. Extra 1
vii. Extra 2
  1. Arrange the following words to make them meaningful sentences. (5 × 2 = 10)

(a) goes/she/to/school/with/Porshi.

(b) headteacher/he/leads/a/group.

(c) playground/they/the/clean.

(d) our/play/to/wants/daddy.

(e) again/come/another/day.

  1. Use the words from the table to write meaningful sentences. (1 × 1 = 1)
An ant and a grasshopper dancing and singing happily.
They are a sunny summer morning.
It live in a grassy field.
The grasshopper is enjoying the sun.
He two friends.
  1. Complete the following sentences using the right form of verbs given in the brackets. (6 × 1 = 6)

(a) Sweet mommy ____ to play. (want)

(b) Jerrin ____ with her family in Mohonpur. (lives/live)

(c) I am ____ to buy some medicine now. (going/goes)

(d) Rose ____ a nice flower. (is/are)

(e) A man ____ some rubbish into the river. (throws/throw)

(f) You ____ right. (is/are)

  1. Match the requests (A) with suitable responses (B). Write the responses under the requests. (5 × 2 = 10)
Column A Column B
a) Could you please give me your phone number? i. Yes, of course. You should follow the rules of health.
(b) Can you please suggest to me how we can keep fit? ii. Of course. It is a T&T number.
(c) Can I have your cricket bat for a day? iii. Why not? It’s quarter past ten now.
(d) Would you please have a cup of tea with me? iv. Sorry, dear. We have a cricket match this afternoon.
(e) Could you please tell me the time? v. Sure, I always love to drink tea.
vi. Extra 1
vii. Extra 2

৩য় শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন – গনিত

নিচে ৩য় শ্রেণির গনিতের বার্ষিক পরীক্ষার সাজেশন উল্লেখ করা হলঃ

সঠিক উত্তরটি খাতার উত্তর পত্রে লিখ।

১. প্রক্রিয়া প্রতীক কয়টি?

ক) ২ টি খ) ৩ টি গ) ৪ টি ঘ) ৫ টি

 

২. সংখ্যা প্রতীক কয়টি?

ক) ৮ টি খ) ৯ টি গ) ১০ টি ঘ) ১১ টি

 

৩. পঞ্চদশ এর সংক্ষিপ্ত রূপ কী?

ক) পাঁচ খ) পাঁচশত গ) ১৫শ ঘ) ১৫ শতক

 

৪. ১৯ কে ক্রমবাচক সংখ্যায় কী বলে?

ক) ষোলো খ) ষোড়শ গ) দ্বাদশ ঘ) ছয় শতক

 

৫. এক শতক সমান কত?

ক) ১০ খ) ১০০ গ) ১০০০ ঘ) ১১০০

 

৬. এক অযুত সমান কত?

ক) ১০০০ খ) ১০০০০ গ) ১০০০০১ ঘ) ১০১০০

 

৭. যোগ করার সময় সমান চিহ্নের পর কী বসে?

ক) গুণফল খ) বিয়োগফল গ) ভাগফল ঘ) যোগফল

 

৮. বিয়োগ করার সময় সমান চিহ্নের পর কী বসে?

ক) গুণফল খ) বিয়োগফল গ) ভাগফল ঘ) যোগফল

 

৯. যে সংখ্যাকে গুণ করা হয়, তা হলো-

ক) গুণক খ) গুণ্য গ) গুণফল ঘ) গুণ

 

১০. যে সংখ্যা দ্বারা গুণ করা হয়, তা হলো-

ক) গুণ খ) গুণ্য গ) গুণক ঘ) গুণ

 

১১. গুণ × গুণক = কি?

ক) যোগফল খ) গুণফল গ) বিয়োগফল ঘ) ভাগফল

 

১২. কোনো সংখ্যাকে ০ (শূন্য) দ্বারা গুণ করলে গুণফল কি হয়?

ক) ১০০ খ) ১০ গ) ০ ঘ) ১০০০

 

১৩. বিয়োজন-বিয়োজ্য = ?

ক) বিয়োজন খ) বিয়োগফল গ) বিয়োজ্য ঘ) বিয়োগ

 

১৪. বিয়োগফল + বিয়োজ্য = ?

ক) বিয়োগ খ) বিয়োজন গ) বিয়োজ্য ঘ) বিয়োগফল

 

১৫. যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তা হলো-

ক) ভাজ্য খ) ভাজক গ) ভাগফল ঘ) ভাগ

 

১৬. যে সংখ্যাকে ভাগ করা হয়, তা হলো-

ক) ভাজক খ) ভাগফল গ) ভাজ্য ঘ) ভাগ

 

১৭. ভাগ করে যে সংখ্যা পাওয়া যায়, তা হলো-

ক) ভাগ খ) ভাজ্য গ) ভাগফল ঘ) ভাজ্য

 

১৮. ৩২২ কে ১২ দ্বারা গুণ করলে গুণফল কত?

ক) ৩২১২ খ) ৩৯২৪ গ) ৩৮৬৪ ঘ) ৩৮৯৪

 

১৯. ১৩৮×১৭ = ২৩৪৭; এখানে গুণফল কত?

ক) ৩৩৮ খ) ১৭ গ) ২৩৪৭ ঘ) ৭১

 

২০. ১২×৬ = ৭২; এখানে গুণ্য কত?

ক) ১২ খ) ৬ গ) ৭২ ঘ) ২ ৭

 

২১. ১২÷৪ = ৩; এখানে ভাজক কত?

ক) ১২ খ) ৪ গ) ৩ ঘ) ২১

 

২২. ৪২÷৬ = ৭; এখানে ভাগফল কত?

ক) ৪২ খ) ৫ গ) ৭ ঘ) নেই

 

২৩. ২৬ ÷ ৫-এর ক্ষেত্রে ভাগশেষ কত?

ক) ২৬ খ) ১ গ) ৫ ঘ) ৬

 

২৪. গুণ্য ৫ এবং গুণক ৩ হলে, গুণফল কত?

ক) ৩ খ) ৭ গ) ২১ ঘ) ১৫

 

২৫. ৫ × ৫ = ২৫; এখানে গুণক কত?

ক) ৫ খ) ৩ গ) ০ ঘ) ৩৫

 

২৬. ৩১ ও ১১ এর গুণফল কত?

ক) ২৫০ খ) ৪২ গ) ৩৪১ ঘ) ৪৪২

 

২৭. ২৫ সংখ্যাটিতে কয়টি ১০ আছে?

ক) ১ টি খ) ২ টি গ) ৪ টি ঘ) ৬ টি

 

২৮. ১০০০ সংখ্যাটি তে কয়টি ১০০ আছে?

ক) ১০ খ) ১০০ গ) ১০০০ ঘ) ১১০০

আপনাদের সুবিধার কথা ভেবে আমরা নিচে ৩য় শ্রেণির বার্ষিক পরীক্ষার জন্য গনিতের একটি ছবিসহ সাজেশন দিয়ে দিলাম যাতে আপনার প্র্যাকটিশ করতে সুবিধা হয়

৩য় শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন – বাংলাদেশ ও বিশ্বপরিচয়

নিচে ৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের বার্ষিক পরীক্ষার সাজেশন উল্লেখ করা হলঃ

০১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১০

 

(১) বাড়িতে কোনো বিপদ হলে কারা সবার আগে এগিয়ে আসেন?

ক. শিক্ষক

খ. প্রতিবেশী

গ. আত্মীয়

ঘ. সহপাঠী

 

(২) সাহায্য পেতে দ্রুত যোগাযোগ করার জন্য কোন নম্বরটি চালু রয়েছে?

ক. ১১১

খ. ৬৬৬

গ. ৭ ৭৭

ঘ. ৯৯৯

 

(৩) কোনো অপরিচিত লোক আমাকে কিছু দিতে চাইলে কী করব?

ক. নেব না

খ. নিয়ে নিব

গ. পরে দিতে বলব

ঘ. লুকিয়ে নেব

 

(৪) কোনটি শিল্পজাত পণ্য?

ক. চিনি

খ. আদা

গ. মসলা

ঘ. তুলা

 

(৫) কোন পেশাজীবী সেবা প্রদান করেন?

ক. দোকানদার

খ. তাঁতি

গ. জেলে

ঘ. ধাত্রী

 

০২. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি: ১০

১. শ্রেণিতে আমাদের পাঠদান করেন ……।

২. প্রয়োজনের বেশি খরচ করলে …… হয়।

৩. যিনি ন্যায্য কাজ করেন তিনি …… পান।

৪. পরিচ্ছন্ন …… স্বাস্থ্যকর।

৫. পরিবার আমাদের সবচেয়ে …… আশ্রয়স্থল।

০৩. বাম পাশের সাথে ডান পাশের মিল করো: ১০

বাম পাশ ডান পাশ
অভিভাবক চিকিৎসার অধিকার
শিক্ষা প্রতিষ্ঠান নাম পাওয়ার অধিকার
হাসপাতাল নিরাপত্তা লাভের অধিকার
পুলিশ বাহিনী শিক্ষার অধিকার

০৪. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও: ২০

ক. আগুন লাগার কারণ লিখি।

খ. আমরা কীভাবে টাকা সঞ্চয় করতে পারি?

গ. যারা সেবা প্রদান করেন এমন কিছু পেশাজীবির নাম লিখি।

ঘ. চা কে অর্থকরী ফসল বলা হয় কেন?

ঙ. সড়ক দুর্ঘটনার দুইটি কারণ লিখি।

 

০৫. বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও: ২০

ক. যে দেশের মানব সম্পদ যত উন্নত সে দেশ তত উন্নত কেন?

খ. আমি কীভাবে অহিংসা প্রতিরোধ করতে পারি?

গ. পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি দায়িত্ব পালন করা উচিত কেন?

ঘ. বন্যার সময় আশ্রয় কেন্দ্রে যেতে কী কী প্রস্তুতি দরকার?

ঙ. পরিবার কীভাবে গঠিত হয়? মানব সম্পদ বলতে কী বোঝায়?

৩য় শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন – ইসলাম শিক্ষা

নিচে ৩য় শ্রেণির ইসলাম শিক্ষার বার্ষিক পরীক্ষার সাজেশন এর ছবি উল্লেখ করা হলঃ

৩য় শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন – প্রাথমিক বিজ্ঞান

নিচে ৩য় শ্রেণির প্রাথমিক বিজ্ঞানের বার্ষিক পরীক্ষার সাজেশনের ছবি উল্লেখ করা হলঃ

আশা করি আমাদের আজকের এই পোষ্টে ৩য় শ্রেণির বার্ষিক পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশন ২০২৫ সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পেরেছেন।