এক কথায় প্রকাশ তৃতীয় শ্রেণি ২০২৫ – বার্ষিক পরীক্ষার সাজেশন

বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো এক কথায় প্রকাশ, যা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্যও অত্যন্ত প্রয়োজনীয়। অনেকেই গুগলে ‘এক কথায় প্রকাশ’ খুঁজে থাকেন, যেখানে বিভিন্ন শ্রেণির জন্য প্রচুর উদাহরণ পাওয়া যায়। কিন্তু তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এতগুলো উদাহরণ মুখস্থ করা কঠিন। আজকের এই আর্টিকেল এ আমরা কিছু এক কথায় প্রকাশ তৃতীয় শ্রেণি ২০২৫ দিবো যেগুলো বার্ষিক পরীক্ষার জন্য উপযোগী হবে। 

সাধারণত এই শ্রেণির পরীক্ষায় মাত্র ৭টি প্রশ্ন আসে, যার মধ্যে ৫টির উত্তর দিতে হয়। তাই অল্প কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ অনুশীলন করলেই যথেষ্ট। আজ আমরা তৃতীয় শ্রেণীর জন্য প্রযোজ্য এক কথায় প্রকাশ গুলো আলাদা করে উপস্থাপন করেছি, যা চর্চা করলে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর প্রস্তুতিও একসাথে সম্পন্ন হবে। 

আরও পড়ুনঃ ইসলাম ও নৈতিক শিক্ষা ৩য় শ্রেণি সাজেশন

এক কথায় প্রকাশ তৃতীয় শ্রেণি ২০২৫

শুধু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশগুলোই পড়া উচিত নয়। গুরুত্বপূর্ণ গুলোর পাশাপাশি কিছু অতিরিক্ত ও প্রায়শই পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ জানা থাকলে তা শিক্ষার্থীদের জন্য আরও উপকারী হয়। তাই তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের উচিত গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশের পাশাপাশি কিছু অতিরিক্ত উদাহরণ নিয়মিতভাবে অনুশীলন করা, যাতে যেকোনো প্রশ্নের উত্তর আত্মবিশ্বাসের সঙ্গে দেওয়া যায়।

  • পূর্ব দিকে আছে এমন দেশ 一 পূর্বদেশ। 
  • যিনি কবিতা লেখেন 一 কবি। 
  • বলবান ও সাহসী যিনি 一 বীর। 
  • মায়ের কাছে শেখা ভাষা 一 মাতৃভাষা। 
  • পছন্দ করা হয় এমন 一 প্রিয়। 
  • গাছপালায় ভরা বনজঙ্গল 一 অরণ্য। 
  • যে জিনিসে কোনো স্বাদ নেই 一 বিস্বাদ। 
  • যে সেপাইয়ের সাথে বন্দুক থাকে 一 বরকন্দাজ। 
  • খুব বেশি 一 বেজায়। 
  • মানুষ ও অন্যান্য প্রাণী 一 জনপ্রাণী। 
  • বিপদের ভয়ে নীরব অবস্থা 一 থমথমে। 
  • যার মৃত্যু নেই 一 অমর। 
  • বাধা নিষেধ মানে না এমন 一 বেপরোয়া। 
  • নিজের প্রাণ উৎসর্গ করা 一 আত্মত্যাগ। 
  • সুস্থ নয় যে 一 অসুস্থ। 
  • ভয় নেই যার 一 অকুতোভয়। 
  • কবরে শায়িত 一 সমাহিত। 
  • একটুও না থেমে 一 অনবরত। 
  • বীরদের মধ্যে শ্রেষ্ঠ 一 বীরশ্রেষ্ঠ। 
  • কাছাকাছি বসবাস করে যারা 一 প্রতিবেশী। 
  • কাপড় বোনে যে 一 তাঁতি। 
  • শিল্প চর্চা করেন যিনি 一 শিল্পী। 
  • পাখির শরীর বা পাখার আবরণ 一 পালক। 
  • মাথার ওপরে গোছা করে বাঁধা চুল 一 ঝুঁটি। 
  • গ্রামের সাধারণ ছবি আঁকিয়ে 一 পটুয়া। 
  • ১১ থেকে ১৫ বছর বয়সী ছেলে 一 কিশোর। 
  • দেশসেবায় যারা ব্রত পালন করে 一 ব্রতচারী। 
  • চিত্রের কাঠামো 一 নকশা। 
  • স্বাস্থ্য রক্ষার জন্য শারীরিক কসরত 一 ব্যায়াম। 
  • সাদরে গ্রহণ 一 বরণ 
  • শিয়ালের ডাক 一 হুক্কাহুয়া 
  • পাখির ডানা – পক্ষ, পাখা

তৃতীয় শ্রেণির এক কথায় প্রকাশ অংশটি বার্ষিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক কথায় প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীরা শব্দের সঠিক অর্থ ও ব্যবহার শিখে, ফলে তাদের ভাষা আরও পরিশীলিত হয়। বার্ষিক পরীক্ষায় সাধারণত এই অংশ থেকে প্রশ্ন আসে, তাই ভালোভাবে অনুশীলন করলে সহজেই নম্বর অর্জন করা যায়। এছাড়া এটি শিক্ষার্থীদের শব্দভান্ডার সমৃদ্ধ করে। 

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অংশটি চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যক্রমসহ ভবিষ্যতের বাংলা ব্যাকরণ শিক্ষার ভিত্তি তৈরি করে। তাই তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য এক কথায় প্রকাশ নিয়মিতভাবে চর্চা করা অত্যন্ত প্রয়োজনীয়। তাছাড়া বার্ষিক পরীক্ষায় ভাল নাম্বার পেতে গেলে এই অংশটি বাদ দেওয়া যাবেনা কিছুতেই। এখানে আমরা যেগুলো দিয়েছি সেগুলোই শিক্ষার্থীদের পরীক্ষার জন্য যথেষ্ট হবে বলে আমরা মনে করি। 

তৃতীয় শ্রেণির এক কথায় প্রকাশ অনুশীলন

আমাদের দৈনন্দিন জীবনের অনেক কথাতেই আমরা বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ ব্যবহার করি। তবে শিক্ষার্থীরা মূলত এক কথায় প্রকাশ পরীক্ষার জন্যই শিখে থাকে। স্কুল পর্যায় থেকেই এর অধ্যয়ন শুরু হয় এবং ধীরে ধীরে চাকরির পরীক্ষার পর্যায় পর্যন্ত এর প্রয়োজনীয়তা থাকে। স্কুলের ছোট পরীক্ষার পাশাপাশি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিভিন্ন বোর্ডের পরীক্ষা ও চাকরির পরীক্ষায় এমনকি বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এক কথায় প্রকাশের জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তাই প্রতিটি শিক্ষার্থীর জন্য এক কথায় প্রকাশ জানা থাকা উচিত। আমরা এখানে বাচ্চাদের অনুশীলন করার জন্য আরও কিছু এক কথায় প্রকাশ দিয়ে দিচ্ছি। কিছু মুখস্ত করার পাশাপাশি এগুলো অনুশীলন করাও ভালো। নিচের গুলো কয়েকবার অনুশীলন করা যেতে পারেঃ 

  • যে দেশ নিজের শাসনে চলে — এক কথায় প্রকাশ করো
  • যে সব সময় সত্য কথা বলে — এক কথায় প্রকাশ করো
  • যে নিজের দেশকে ভালোবাসে — এক কথায় প্রকাশ কী হবে
  • যেখানে ছাত্রছাত্রীরা পড়ে — এক কথায় প্রকাশ লিখো
  • যে পাখি রাতে ডাকে — এক কথায় প্রকাশ দাও
  • যে বিদ্যা মানুষকে সৎ করে তোলে — এক কথায় প্রকাশ কী
  • যে সমুদ্রে জাহাজ চলে — এক কথায় প্রকাশ লিখো
  • যে মানুষ অন্যের দুঃখে দুঃখিত হয় — এক কথায় প্রকাশ করো
  • যেখানে বই বিক্রি হয় — এক কথায় প্রকাশ কী হবে
  • যে ব্যক্তি গান গায় — এক কথায় প্রকাশ দাও

শিক্ষার্থীরা যদি প্রতিদিন কিছুক্ষণ সময় দিয়ে এই এক কথায় প্রকাশগুলো লিখে অনুশীলন করে, তাহলে তারা তা সহজে মনে রাখতে পারবে এবং পরীক্ষায় আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিতে পারবে। শুধু মুখস্ত করা নয়, লিখে লিখে অনুশীলন করা শিক্ষার্থীদের জন্য আরও ফলপ্রসূ হবে।