এক কথায় প্রকাশ চতুর্থ শ্রেণি – বার্ষিক পরীক্ষার সাজেশন
বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ। এই দক্ষতা কেবল ভাষার সৌন্দর্য বাড়ায় না, বরং চতুর্থ শ্রেণির বোর্ড পরীক্ষা থেকে শুরু করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং পরবর্তীতে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও এটি অপরিহার্য।
এই কারণেই, আমরা বিগত বছরগুলোর প্রশ্ন বিশ্লেষণ করে এক কথায় প্রকাশ চতুর্থ শ্রেণির একটি বিশেষ তালিকা প্রস্তুত করেছি। এই তালিকায় এমন সব গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিভিন্ন স্তরের পরীক্ষায় বারবার কমন এসেছে। শিক্ষার্থীরা যাতে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে পারে, সেই উদ্দেশ্যে তৈরি করা এই গুরুত্বপূর্ণ তালিকাটি।
আমাদের এই পোস্টটি আপনারা মন দিয়ে পড়ুন এবং এই গুরুত্বপূর্ণ ব্যাকরণ অংশগুলো একটানা মুখস্থ করে ফেলুন। এই প্রস্তুতি আপনাদেরকে আগামী দিনের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এক ধাপ এগিয়ে রাখবে!
আরও পড়ুনঃ তৃতীয় শ্রেণির বাংলা পরীক্ষার সাজেশন ২০২৫
এক কথায় প্রকাশ বলতে কী বোঝায়?
বক্তার মনের ভাব প্রকাশের জন্য একাধিক পদ একত্রে মিলিত হয়ে যে বাক্য তৈরি করে, সেই বাক্যের মূল অর্থ বা ভাবকে অক্ষুণ্ণ রেখে যখন তাকে একটি মাত্র শব্দে প্রকাশ করা হয়, তাকেই আমরা এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন বলি। এটি মূলত বাক্য সংক্ষেপণ বা বাক্য সংক্ষেপণেরই নামান্তর।
দৈনন্দিন জীবনে ভাষার ব্যবহারে এর গুরুত্ব অপরিসীম, কারণ এভাবে সংকুচিত শব্দ ব্যবহার করলে সময় সাশ্রয় হয় এবং বাক্যটি অধিকতর শ্ৰুতিমধুর হয়। এক কথায় প্রকাশ ভাষাকে সহজ, সুন্দর ও সাবলীল করে তোলে, যা ভাষার দক্ষতা ও মান নিশ্চিত করে। এছাড়া, এটি শিক্ষার্থীর শব্দসম্ভার বৃদ্ধির জন্যও অপরিহার্য।
সাধারণভাবে বাক্য সংক্ষেপণের কাজটি সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মতো ব্যাকরণিক উপায়ে সম্পন্ন হয়। তবে, অনেক ক্ষেত্রে এই ব্যাকরণিক নিয়মগুলো অনুসরণ না করেও সম্পূর্ণ ভিন্ন শব্দের মাধ্যমে পুরো বাক্যের অর্থ প্রকাশ করা যেতে পারে।
সবথেকে গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ চতুর্থ শ্রেণিঃ
চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় বার বার আসে এমন কিছু এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন নিচে দেওয়া হলো। আশা করি শিক্ষার্থীরা এগুলো পড়লেই যথেষ্ট হবে তাঁদের পরীক্ষার জন্য। পরীক্ষায় যা আসবে তা এর ভিতর থেকেই আসবে বলে আমাদের বিশ্বাস।
১) ছয়টি ঋতু- ষড়ঋতু
২) মধুময় যে মাস- মধুমাস
৩) যা সহ্য করা যায় না- অসহ্য
৪) ঝিরঝির করে পড়ে যে বৃষ্টি- ইলশেগুঁড়ি
৫) রূপার মতো রং যার, রূপালি
৬) উত্তর দিক থেকে প্রবাহিত- উত্তরে
৭) দক্ষিণ দিক থেকে প্রবাহিত- দখিনা
৮) ভাগ্য সহায় যার- ভাগ্যবান
৯) লজ্জা বেশি যার- লাজুক
১০) ধূসর রং যার- ছাইরঙা
১১) দক্ষিণ দিক থেকে প্রবাহিত বাতাস- দখিনা হাওয়া
১২) হালকা ঝিরঝিরে বৃষ্টি- ইলশেগুঁড়ি
১৩) উত্তর দিক থেকে প্রবাহিত বাতাস- উত্তুরে হাওয়া
১৪) জিনিসপত্র কেনাবেচার জন্য যে হাটে যায়- হাটুরে
১৫) যিনি মিষ্টি বানান- ময়রা
১৬) ভনভন শব্দ করে ওড়া-ভনভনিয়ে
১৭) মানুষ কাঁধে বহন করে যে যান- পালকি
১৮) দ্রুত লয়ে হাঁটা- হনহন
১৯) দোকানে চাল, ডাল, তেল, লবণ বিক্রি করে যে- মুদি
২০) পরিশ্রমে কাতর যে- ক্লান্ত
২১) রাজার জন্য নির্মিত সিংহাসন- রাজসিংহাসন
২২) যিনি গোপনে খবর সংগ্রহ করেন- চর
২৩) যিনি সেনাদলের পতি (প্রধান)- সেনাপতি
২৪) মধু সংগ্রহ করে যে মাছি- মৌমাছি
২৫) যা গোচর নয় (জানা নয়)- অগোচর
২৬) যেখানে রাজার শাসন চালু আছে- রাজত্ব
২৭) নব বা নতুন অন্ন- নবান্ন
২৮) যে ঢাক জয়ের পর বাজানো হয়- জয়ঢাক
২৯) শিল্পদক্ষতাসম্পন্ন ব্যক্তি- শিল্পী
৩০) বিশেষরূপে খ্যাত বা প্রসিদ্ধ- বিখ্যাত
৩১) ভিক্ষার অভাব- দুর্ভিক্ষ
৩২) পাখি-কীট-পতঙ্গ-জন্তু জানোয়ারের বাসস্থান- বাসা
৩৩) ঘাস বা পাতায় ছাওয়া দরিদ্রের ছোটো ঘর- কুঁড়েঘর
৩৪) ইটের তৈরি বাড়ি বা দালান- অট্টালিকা
৩৫) পরম ও গভীর সুখ- মহাসুখ
৩৬) সত্যতা নির্ণয়ে অনিশ্চয়তা- সন্দেহ
এখানে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ যেগুলো পরীক্ষায় বারবার আসে তা তুলে ধরেছি। তাই তোমরা যারা ৪র্থ শ্রেণিতে আছো তাঁদের জন্য এটি বেশ কার্যকরী একটি সাজেশন। বাংলা বিষয়ের একটা অংশের প্রস্তুতি সম্পর্কে তোমরা একেবারে নিশ্চিন্ত।
FAQs
“এক কথায় প্রকাশ” বিষয়ের উপর চতুর্থ শ্রেণির পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে?
চতুর্থ শ্রেণির পরীক্ষায় “এক কথায় প্রকাশ” বিষয়টি সাধারণত বাংলা ব্যাকরণের একটি সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। পরীক্ষায় এমন প্রশ্ন দেওয়া হয়, যা তারা সহজেই বুঝতে পারে, মনে রাখতে পারে এবং প্রয়োগ করতে পারে। যেহেতু এটি প্রাথমিক পর্যায় সেহেতু কঠিন প্রশ্নগুলো এই পর্যায়ে দেয়া হয়না।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা কেন এক কথায় প্রকাশ শিখবে?
ভবিষ্যতে বিসিএস বা যেকোনো নিয়োগ পরীক্ষায় এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসে। চতুর্থ শ্রেণি থেকে এটি শিখলে তাদের ভবিষ্যতের প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তি তৈরি হয়। স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষা ও সমাপনী পরীক্ষায় এই অংশ থেকে আবশ্যিকভাবে প্রশ্ন আসে, যা ভালো নম্বর পেতে সাহায্য করে।
এক কথায় প্রকাশ কীভাবে বাক্যকে সহজ করে?
এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন একাধিক উপায়ে বাক্যকে সহজ করে তোলে। যখন আমরা একটি বড় কথা না বলে শুধু একটিমাত্র শব্দ ব্যবহার করি, তখন পুরো বাক্যটি সঙ্গে সঙ্গে সংক্ষিপ্ত ও স্পষ্ট হয়ে যায়। এতে বাক্যটি বলার সময়ও কম লাগে এবং শুনতে অনেক বেশি সাবলীল লাগে। তাই এক কথায় প্রকাশ ব্যবহার করলে ভাষা শুধু সুন্দরই হয় না, এটি আমাদের বক্তব্যকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে।
কোন ধরনের বাক্যকে এক কথায় প্রকাশ করা যায়?
যদি একটি দীর্ঘ কথাকে সংক্ষিপ্ত করে একটি শব্দে নিয়ে আসা সম্ভব হয় এবং সেই শব্দটি মূল অর্থটিকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, তবে সেই বাক্যকেই এক কথায় প্রকাশ করা যায়। এর ফলে ভাষা ব্যবহারের সময় আমরা খুব সহজেই এবং অল্প শব্দে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি।
পরিশেষে
চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশের তালিকাটি কেবল বাংলা ব্যাকরণের একটি অংশ নয়, এটি হলো ছোট বেলা থেকেই ভাষার ভিত্তি মজবুত করার এক কার্যকর পদ্ধতি। আমরা আশা করি, তোমরা এই তালিকাটি মনোযোগ সহকারে অনুশীলন করবে। মনে রেখো, আজকের এই ছোট্ট প্রস্তুতি তোমাদের শুধু চতুর্থ শ্রেণির পরীক্ষায় সর্বোচ্চ নম্বর আনতেই সাহায্য করবে না, বরং ভবিষ্যতে সকল মাধ্যমিক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমাদের আত্মবিশ্বাসকে এক ধাপ এগিয়ে রাখবে।