PSC রেজাল্ট 2024 | পিএসসি রেজাল্ট ২০১৯ | সমাপনী পরীক্ষার রেজাল্ট

পিএসসি রেজাল্ট ২০১৯  ( psc result 2024) প্রকাশিত হওয়ার পর পরই সবাই ফলাফল দেখতে ঝাপিয়ে  পড়বে। এর কারণ বেশিরভাগ  মানুষই জানে না কীভাবে ফলাফল দেখতে হয়।  বিশেষ করে বাংলাদেশের  প্রাথমিক বিদ্যালয়গুলো বেশিরভাগই গ্রামাঞ্চলে হওয়াতে এ সমস্যা আরও  প্রকট। তাই আপনাদের যাতে পিএসসির ফলাফল  দেখতে  বিন্দুমাত্র  সমস্যা না হয় সেজন্য আমরা শেষ মুহুর্তে  পিএসসি রেজাল্ট ২০১৯ সংক্রান্ত  দিক নির্দেশনা  দিচ্ছি। এখানে  পাবেন ফলাফল  দেখার যাবতীয়  সব নিয়ম  কানুন । তো আপনাদের সামনে ধারাবাহিকভাবে সব কিছু উল্লেখ  করা  হল।

পিএসসি রেজাল্ট ২০১৯

বাংলাদেশের  সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা  প্রাথমিক  শিক্ষা  সমাপনী পরীক্ষা । কোমলমতি শিশুদের জীবনে এটাই প্রথম বোর্ড পরীক্ষা । তাই পরীক্ষার্থীদের চেয়ে অভিভাবকদেরই ফলাফল  নিয়ে বেশি আগ্রহী দেখা যায়। পিএসসির ফলাফলের  উপরই নির্ভর  করে  মাধ্যমিক শিক্ষার ভবিষ্যৎ। যারা পিএসসির রেজাল্ট  জানতে উদগ্রীব আছেন আমরা আজ তাদের কৌতুহলের অবসান  ঘটাব। পিএসসি ফলাফলের তারিখ,  কীভাবে রেজাল্ট দেখতে হবে সব কিছু বিস্তারিত আলোচনা  করব এখন। চলুন তাহলে  দেখে নেই কীভাবে  কী করতে হবে।

PSC Result 2024

কখন পিএসসি রেজাল্ট প্রকাশিত হবে?

এবারের পিএসসি পরীক্ষার  রেজাল্ট আগামী  ৩১ ডিসেম্বর  দুপুর ১২ ঘটিকায় প্রকাশিত হবে। সংবাদ  সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী  ফলাফল  ঘোষণা  করবেন। এরপর  অনলাইন ও এসএমএসের মাধ্যমে  রেজাল্ট পাওয়া  যাবে।

কীভাবে পিএসসির ফলাফল  দেখবেন?

আগের মত এখন আর রেজাল্টের জন্য পরীক্ষা  কেন্দ্রের নোটিশ বোর্ড দেখতে হয় না। বরং এখন সব কিছুই আপনার হাতের নাগালে চলে  এসেছে। আপনি ঘরে বসেই পিএসসি রেজাল্ট  দেখতে পারবেন। কিন্তু  সেটা কীভাবে ?  হ্যাঁ,  আপনি দুটো মাধ্যমে রেজাল্ট পাবেন। মাধ্যম দুটো  হল –

  • অনলাইন
  • এসএমএস

অনলাইনে পিএসসি রেজাল্ট 2024

বর্তমানে প্রাথমিক শিক্ষা  অধিদপ্তর  দুইটি  ওয়েবসাইটের  মাধ্যমে  অনলাইনে  পিএসসির ফলাফল  প্রকাশ  করে  থাকে। আমরা দুটো সাইটের নিয়মই বর্ণনা  করব।

প্রথম পদ্ধতিঃ www.dpe.gov.bd থেকে  পিএসসি রেজাল্ট

এটা প্রাথমিক শিক্ষা  অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট । এখান থেকে  ফলাফল  পেতে চাইলে প্রথমেই ভিজিট করুন:

*http://202.51.191.190:8431/

*সেখানে  গিয়ে ড্রপ ডাউন মেনু থেকে  “একক ফলাফল” সিলেক্ট করুন।

*তখন নতুন একটি  পেজে নিয়া যাবে। সেখানে প্রথম ঘরে সিলেক্ট করুন “প্রাথমিক  শিক্ষা  সমাপনী পরীক্ষা”।

*এরপর পরীক্ষার সন দিন ২০১৯।

*যে স্কুল থেকে  পরীক্ষা  দেওয়া হয়েছে  সে স্কুলের  বিভাগ ও জেলা সিলেক্ট করুন মেন্যু থেকে ।

*তখন উপজেলা/থানা সিলেক্ট করতে হবে। মেন্যুতে ক্লিক করে  সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন  করুন।

*সবশেষে  এডমিট কার্ড অনুযায়ী  রোল নাম্বার লিখে ” সমর্পন করুন” এ ক্লিক করুন। ব্যাস পেয়ে যাবেন আপনার সন্তানের পিএসসি  রেজাল্ট ।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার রেজাল্ট ২০১৯

দ্বিতীয় পদ্ধতিঃ dperesult.teletalk.com.bd থেকে পিএসসি রেজাল্ট

প্রথম পদ্ধতিতে কোন কারণে ফলাফল  না পেলে এই সাইটে রেজাল্ট  দেখতে পারেন। তার জন্য ভিজিট করুন

  • http://dperesult.teletalk.com.bd/dpe.php
  • পাসিং ইয়ার হিসাবে ডিফল্টই ২০১৯ সিলেক্ট করা আছে। তাই এখানে  কিছু করার প্রয়োজন  নেই ।
  • নিচের ঘরে স্টুডেন্ট আইডি টাইপ করে সাবমিট বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের  মাঝেই চলে  আসবে রেজাল্ট ।

এসএমএসের মাধ্যমে পিএসসির  রেজাল্ট ২০১৯

রেজাল্টের দিন অনলাইনে  প্রচুর মানুষ  একসাথে সাইট ভিজিট করায় সাইট ডাউন থাকা স্বাভাবিক । তখন আপনারা চাইলে এসএমএস করেও পিএসসি  ফলাফল পেতে পারেন। এসএমএসের মাধ্যমে  রেজাল্ট  পেতে যে কোন  মোবাইলের মেসেজ  অপশনে গিয়ে হুবহু  এভাবে টাইপ করুন –

DPE thana code roll number passing year then send to 16222.

Example : DPE 3567 678884 2024 এরপর  পাঠিয়ে  দিন ১৬২২২ নাম্বারে

আশা করছি আপনাদের সন্তানের প্রথম পাবলিক পরীক্ষার  রেজাল্টের দিন  আপনাদের মনে  আনন্দের ঢেউ বয়ে যাবে। এদিন যাতে প্রতিটি  ছাত্র-ছাত্রী তাদের প্রত্যাশিত  ফলাফল  পায় সে কামনাই রইল। পিএসসি  রেজাল্ট  ২০১৯ নিয়ে যাবতীয়  তথ্য আপনারা এরই মাঝে  পেয়ে গেছেন।